সংগৃহীত
আন্তর্জাতিক

নেতানিয়াহুর বাসভবনে ফের বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে দুটি ‘ফ্ল্যাশ বোমা’ নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৬ নভেম্বর) ইসরায়েলের উত্তরাঞ্চলে সিজারিয়া শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের নিরাপত্তাবাহিনী জানিয়েছে, নেতানিয়াহুর বাড়ির সামনে বাগানে দুটি আগুনের গোলা এসে পড়ে। ঘটনাটিকে তারা গুরুতর বলে বর্ণনা করে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। এ ছাড়া এ সময় প্রধানমন্ত্রী ও তার পরিবারের কেউ বাড়িটিতে ছিলেন না।

এরই মধ্যে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তাবাহিনী। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

রবিবার (১৭ নভেম্বর) ভোরে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘ঘটনাটি সমস্ত রেড লাইন অতিক্রম করেছে। এ ব্যাপারে নিরাপত্তা ও বিচার বিভাগকে পদক্ষেপ নিতে বলা হয়েছে।’

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘আমি নিরাপত্তা সংস্থা সিন বেটের প্রধানের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে বলেছি।’

এর আগে গত ১৯ অক্টোবর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল। ওই হামলার সময়েও নেতানিয়াহু ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।
সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনটি ইসরায়েলের হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে। এখানে হিজবুল্লাহ নিয়মিত হামলা করে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাপ্পী জাহিদ এখন ‘দৌড়ের ওপর’ই থাকেন

সরকারের বিভিন্ন গ্যাস ফিল্ডে পরামর্শক হিসেবে কাজ ক...

রোনালদোর জোড়া গোল, কোয়ার্টার-ফাইনালে পর্তুগাল

এক ম্যাচ পর আবারো জালের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সফল স্পট কিকের পর শে...

ভারতে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু 

ভারতের উত্তরপ্রদেশে হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। উদ্ধার...

চিত্রকর্মের ক্যনভাস ১১ হাজার বর্গফুট, বিশ্বরেকর্ড

ছবির ক্যানভাস বড়জোড় প্রমাণ সাইজের একটি কক্ষের এক দেয়ালের সমান হতে পারে। একটু...

হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন লেভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রে...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়।...

রাইস মিলে পাঁচ প্রকার মেশিন চালাতে পারদর্শী নার্গিস

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রাম। এ গ্রামের বাসিন...

বাংলাদেশে আসবে চ্যাম্পিয়নস ট্রফি

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ শুরু হওয়ার কথা আগামী...

রাজধানীতে ট্রাক-বাস সংঘর্ষ, মাঝে চাপা পড়ে রিকশা আরোহী নিহত

রাজধানীর পল্টন মোড় এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষের মাঝে পড়ে রিকশা আরোহী মোহা...

নেতানিয়াহুর বাসভবনে ফের বোমা হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে দুটি ‘ফ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা