রবিবার, ৬ এপ্রিল ২০২৫
সংগৃহিত
আন্তর্জাতিক প্রকাশিত ২৮ জুন ২০২৪ ১২:০৯
সর্বশেষ আপডেট ২৮ জুন ২০২৪ ১২:০৯

দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ভেঙে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। শুক্রবার সকালে প্রবল বর্ষণে ভেঙে পড়েছে দিল্লি বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ। ভেঙে পড়া অংশ বেশ কয়েকটি গাড়ির উপর পড়ায় এক জন নিহত এবং কমপক্ষে ছয় জন আহত হয়েছেন।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ এ ঘটনা ঘটে। ঘটনার পরে পরেই দিল্লির অগ্নিনির্বাপন বিভাগকে খবর দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, ছাদের একাংশ ভেঙে পড়ায় এক নম্বর টার্মিনালে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি দুমড়ে-মুচড়ে গিয়েছে। একটি গাড়ির ভিতরে আটকে থাকা এক জনকে উদ্ধারের চেষ্টা চলছে।

দিল্লি বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণে আপাতত এক নম্বর টার্মিনাল থেকে সমস্ত বিমানের উড্ডয়ন স্থগিত রাখা হয়েছে। নিরাপত্তার কারণে ‘চেক-ইন’ কাউন্টারগুলোও বন্ধ থাকছে।

নবনির্বাচিত বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিনজারাপু জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ২টার পরে ছেড়ে যাওয়ার জন্য নির্ধারিত ফ্লাইটগুলো বিমানবন্দরের ২ ও ৩ নম্বর টার্মিনাল থেকে পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার জবলপুরের ডুমনা বিমানবন্দরের ছাদের একাংশও ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ে। প্রায় ৪৫০ কোটি টাকা খরচে সম্প্রতি এই বিমানবন্দরটির সংস্কার করা হয়েছিল। গত ১০ মার্চ বিমানবন্দরটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি ক্ষমতায় এলে মন্দিরে হামলারও বিচার হবে: মোশারফ হোসেন

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জাত...

কটিয়াদীতে সুপেয় পানির তীব্র সংকট, টিউবওয়েলে উঠছে না পানি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাতে হস্তচালিত টিউবওয়েল...

বগুড়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

নীলফামারীতে ফেন্সিডিল ও মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নীলফামারীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা