আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানের হাব জেলায় তীর্থযাত্রীবাহী একটি ট্রাক খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আরও ৪০ জন আহত হয়েছেন।
হাবের সহকারী পুলিশ সুপার আহমেদ তালহা ওয়ালী হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, ৫০ জনেরও বেশি মানুষকে বহনকারী ট্রাকটি থাট্টা থেকে খুজদার শাহ নূরানীর মাজারের দিকে যাচ্ছিল।
এদিকে জেলা প্রশাসক মুনির আহমেদ বলেছেন, ট্রাকটি অতিরিক্ত গতিতে ছিল ও একটি মোড় নিয়ে আলোচনার সময় এটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি জারি করা এক বিবৃতিতে হতাহতের জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহও এত বেশি হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ও নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করেছেন। এছাড়া তিনি সিভিল হাসপাতালের ট্রমা সেন্টার পরিদর্শন করেন ও আহতদের সঙ্গে দেখা করেন।
পৃথকভাবে পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন। সূত্র: ডন
এবি/এইচএন