সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানে খনিতে বিস্ফোরণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই জেলার জারদালোর একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১২ শ্রমিক নিহত হয়েছেন। এসময় খনিতে আটকা পড়া আরও ৮ জনকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে, বুধবার রাতে শক্তিশালী বিস্ফোরণে খনির একাংশ ডুবে যাওয়ায় অন্তত ১৮ জন শ্রমিক আটকা পড়ে বলে জানানো হয়। পাকিস্তানের খনি অধিদপ্তরের প্রধান পরিদর্শক বলেছেন, খনিতে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

তবে বুধবার সকালের দিকে বেলুচিস্তানের খনি পরিদর্শক আব্দুল গনি বেলুচ বলেছেন, ‘‘উদ্ধার অভিযান মাত্রই শেষ হয়েছে।’’ তিনি বলেন, মিথেন গ্যাস বিস্ফোরণের সময় খনিতে ২০ জন শ্রমিক ছিলেন। তিনি বলেন, উদ্ধারকারী দলের সদস্যরা ১২ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। জীবিতদের উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, ‘‘রাতে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়। বাকি ১০ জনের মরদেহ ভোরে উদ্ধার করা হয়েছে।’’ প্রদেশের খনি অধিদপ্তরের মহাপরিচালক আবদুল্লাহ শাহওয়ানিও খনিতে বিস্ফোরণে নিহতদের সংখ্যা নিশ্চিত করেছেন।

কোয়েটা থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বের ওই খনিতে মাত্র ১০ জন শ্রমিক ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। সরকারের খনি বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উদ্ধারকর্মীরা শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য রাতভর তৎপরতা চালিয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ খনি দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ‘‘গভীর শোক ও দুঃখ’’ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। রেডিও পাকিস্তান বলছে, আহত খনি শ্রমিকদের সম্ভাব্য সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

প্রসঙ্গত, এক বছর আগে হারনাই জেলায় একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ছয় খনি শ্রমিক নিহত হন। এর আগে, ২০১৮ সালের মে মাসে একই অঞ্চলে পাশাপাশি অবস্থিত দুটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত ও ১১ জন আহত হন। তার আগে ২০১১ সালে বেলুচিস্তানের আরেকটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে ৪৩ শ্রমিকের প্রাণহানি ঘটে। সূত্র: ডন, এএফপি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রধান উপদেষ্টার কাছে রোড ম্যাপ চেয়েছি

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোড ম্যাপ...

ইরানের পরমাণু স্থাপনায় হামলা করা উচিত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা ক...

আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না

নিজস্ব প্রতিবেদক : ডিবিতে থাকবে না আয়নাঘর। থাকবে না কোনো ভাত...

পূজায় নিরাপত্তায় থাকবে ২ লাখ আনসার

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে দেশে...

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্ট...

উপস্থানায় আসছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস...

বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত 

জেলা প্রতিনিধি : বগুড়ায় ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই স্কুলছা...

সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচি...

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্ট...

একদিনে ৩১ লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে প্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা