সংগৃহিত
আন্তর্জাতিক

রাজনৈতিক সহিংসতা হতে দেবে না সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংকটপূর্ন দেশ পাকিস্তানে আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভোটকে ঘিরে সেখানে সহিংসতার আশঙ্কা রয়েছে।

তবে দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, দেশে কোনও ধরনের রাজনৈতিক সহিংসতা হতে দেবে না সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এদিকে বুধবার পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা আগামী ৮ ফেব্রুয়ারি নির্ধারিত ‘অসাধারণ গণতান্ত্রিক অনুশীলনে’ নাশকতার যে কোনও প্রচেষ্টাকে ব্যর্থ করার সংকল্প করেছেন।

এটি জানানো হয় রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা সদর দপ্তরে অনুষ্ঠিত কর্পস কমান্ডার সম্মেলনে। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাপ্রধান (সিওএএস) জেনারেল সৈয়দ আসিম মুনিরের সভাপতিত্বে এই ফোরামে সাধারণ নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে পাকিস্তানের নির্বাচন কমিশনকে (ইসিপি) সহায়তা করার জন্য সেনাবাহিনী মোতায়েন নিয়ে আলোচনা করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সেনাবাহিনী ইসিপির নির্দেশনা অনুসারে সাংবিধানিক আদেশ অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করবে। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে কাউকে সহিংসতায় লিপ্ত হতে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নাশকতা করতে দেওয়া হবে না।’

পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা পবিত্র বিষয় এবং এটি অলঙ্ঘনীয় জানিয়ে সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, ‘পাকিস্তান সব রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে; তবে দেশের সার্বভৌমত্ব, জাতীয় সম্মান এবং পাকিস্তানি জনগণের আশা-আকাঙ্ক্ষার বিষয়ে কখনোই কোনও আপস করা হবে না।’

এদিকে দুর্বৃত্তরা দেশটির আগামী সপ্তাহের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামা এক সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা করেছে। দেশটির আসন্ন নির্বাচন ঘিরে জঙ্গি সহিংসতা বৃদ্ধির আশঙ্কার মাঝেই বুধবার আফগানিস্তানের সীমান্ত লাগোয়া উপজাতি অধ্যুষিত বাজুর জেলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন গুলিতে নিহত রেহান জায়েব খান। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থী ছিলেন।

প্রসঙ্গত, বুধবার দুর্নীতির এক মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাকিস্তানের এবারের নির্বাচনে ইমরান খানের দলের ঐতিহ্যবাহী নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট কেড়ে নেওয়া হয়েছে। এ ছাড়া দলটির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জুলাই বিপ্লবীদের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে: ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, &...

কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদ

কোপা দেল রে’র সেমি-ফাইনালের ফিরতি লেগের আসর বসেছিল রিয়াল মাদ্রিদের হোম...

ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়, পেনশন পেলেন ৯ লাখ টাকা

টাঙ্গাইলের মির্জাপুরে নতুন কহেলা জামে মসজিদের ইমাম ও খতীবকে তিন যুগ ইমামতি শে...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‌বিভ্রান্তিকর বলল সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যখ...

শুনেছি লাখের কাছাকাছি ‘আওয়ামী সন্ত্রাসী’ ভারতে আশ্রয় নিয়েছে: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘‘এখনো হাসিনা ভারতে...

মুক্তির দ্বিতীয় দিনে সুখবর এলো নিশোর সিনেমার

ঈদে মুক্তি পাওয়া ছয় সিনেমার একটি হচ্ছে ‘দাগি’। সিনেমাটির মাধ্যমে...

কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদ

কোপা দেল রে’র সেমি-ফাইনালের ফিরতি লেগের আসর বসেছিল রিয়াল মাদ্রিদের হোম...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‌বিভ্রান্তিকর বলল সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যখ...

ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়, পেনশন পেলেন ৯ লাখ টাকা

টাঙ্গাইলের মির্জাপুরে নতুন কহেলা জামে মসজিদের ইমাম ও খতীবকে তিন যুগ ইমামতি শে...

গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৮

ভারতের গুজরাটের একটি আতশবাজির কারখানা ও গোডাউনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জনে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা