সংগৃহিত
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাইনি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজার পরিস্থিতি নিয়ে আলোচনায় তাকে যুদ্ধবিরতির আহ্বান জানাননি বলে জানিয়েছে হোয়াইট হাউস।

জাতিসংঘের প্রস্তাব পাশের পর শনিবার জো বাইডেন টেলিফোনে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এদিকে গাজার উত্তরাঞ্চলে হামাসের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর লড়াই আরো তীব্র হয়েছে। ইসরাইল যেকোনো মূল্যে ওই অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলের ওপর ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের হামলার পর থেকে ছোট্ট এই ভূখণ্ডের ওপর ঝাঁপিয়ে পড়েছে ইসরাইলি বাহিনী। তাদের হামলায় গাজায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন আরো প্রায় ৫০ হাজার। বাস্তুচ্যুত হয়েছে গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই। তারা প্রাণ বাঁচাতে গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছে।

ইসরাইলি হামলায় গাজায় যে মানবিক বিপর্যয় নেমে এসেছে তা বন্ধে জাতিসংঘসহ নানা মানবাধিকার সংগঠন থেকে আহ্বান জানানো হচ্ছে। কিন্তু ইসরাইল এ যুদ্ধকে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই বলে বর্ণনা করে হামাসকে নির্মূল করে গাজার ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত থামবে না বলে আগেই জানিয়ে দিয়েছে। এ যুদ্ধে তারা পাশে পেয়েছে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রকে। যুক্তরাষ্ট্র শুরু থেকে এ যুদ্ধকে ইসরায়েলের আত্মরক্ষার লড়াই বলে আসছে।

যে কারণে সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংযুক্ত আরব আমিরাতের উত্থাপন করা একটি প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। ওই প্রস্তাবে গাজায় ‘অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান’ এবং ত্রাণ সরবরাহ বাড়ানোর কথা বলা ছিল। ‘অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান’ নিয়ে তীব্র আপত্তি তোলে যুক্তরাষ্ট্র। এ নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে বিতর্ক এবং ভোটাভুটি পিছিয়ে দেওয়ার পর শেষ পর্যন্ত প্রস্তাব থেকে ‘অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান’ কথাটি ফেলে দিতে হয়। তার পরিবর্তে ‘লড়াই স্থায়ীভাবে বন্ধের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করতে জরুরি পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানানো হয়। শুক্রবার ওই প্রস্তাবের উপর ভোট হয় এবং ১৫ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৩ ভোট পেয়ে প্রস্তাবটি পাস হয়। ভোট দান থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

হোয়াইট হাউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন; তবে আমি তাকে (গাজায়) যুদ্ধবিরতির আহ্বান জানাইনি।

যদিও মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা চান এবং আশা করছেন ইসরাইল শিগগিরই গাজায় তাদের সামরিক অভিযানের গতি পরিবর্তন করবে এবং হামলার তীব্রতা কমিয়ে বরং বেছে বেছে হামাস নেতৃত্ব এবং হামাসের অবকাঠামোর ওপর হামলা চলাবে। তাতে সাধারণ ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা কমে আসবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জুলাই বিপ্লবীদের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে: ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, &...

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসালো যুক্তরাষ্ট্র

দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের বড় রপ্তানিকারক দেশ...

ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়, পেনশন পেলেন ৯ লাখ টাকা

টাঙ্গাইলের মির্জাপুরে নতুন কহেলা জামে মসজিদের ইমাম ও খতীবকে তিন যুগ ইমামতি শে...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‌বিভ্রান্তিকর বলল সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যখ...

কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদ

কোপা দেল রে’র সেমি-ফাইনালের ফিরতি লেগের আসর বসেছিল রিয়াল মাদ্রিদের হোম...

ফের ভাগ্য পরীক্ষায় উর্বশী

‘ডাকু মহারাজ’ ছবিতে দক্ষিণী সুপারস্টার নন্দমুরীর সঙ্গে ‘দাব...

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।...

পর্যটন কেন্দ্র লোকে লোকারণ্য

রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরবতা। ঈদের দিন থেকে...

দুর্ঘটনার হটস্পট চুনতি জাঙ্গালিয়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া যেন এক মৃত্যুকূ...

তিন জেলায় চার শিশু ধর্ষণের শিকার

রাজধানী ঢাকার দারুসসালাম ও মুগদা, ময়মনসিংহের মুক্তাগাছা এবং কিশোরগঞ্জের ভৈরবে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা