আন্তর্জাতিক ডেস্ক: চীনে একটি কয়লাখনির চার তলাবিশিষ্ট অফিসের ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন, আহত হয়েছেন আরও অন্তত ৫১ জন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশটির শানজি প্রদেশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে আল জাজিরা এসব তথ্য জানায়।
সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় ভোর ৬টা ৫০ মিনিটে চার তলাবিশিষ্ট ভবনটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শানজি প্রদেশের লিশি জেলায় অবস্থিত ওই ভবন। ভবনটি ইয়ংজু নামে একটি কয়লাখনির মালিকানা প্রতিষ্ঠানের।
ক্ষতিগ্রস্ত ভবন থেকে সব মিলিয়ে ৬৩ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। যাদের মধ্যে অন্তত ৫১ জনকে চিকিৎসার জন্য লুলিয়াং ফার্স্ট পিপল হাসপাতালে পাঠানো হয়েছে।
উদ্ধারকাজ এখনও চলছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে। সূত্র: আল জাজিরা, রয়টার্স।
এবি/এইচএন