সংগৃহীত
আন্তর্জাতিক

কানাডায় উৎসবে গাড়ি চালিয়ে হামলা: সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যার ৮ অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

কানাডার ভ্যাঙ্কুভার শহরে উৎসব চলাকালে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তিকে ‘মানসিক রোগী’ বলে অভিহিত করেছে পুলিশ। পাশাপাশি, এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ হয়েছে। আজ সোমবার (২৮ এপ্রিল) এই তথ্য জানিয়েছে এএফপি।

পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে আরো কিছু অভিযোগ আনা হতে পারে।

ভ্যাঙ্কুভারের সড়কে ফিলিপাইনের নাগরিকদের লাপু লাপু উৎসব চলাকালে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়া হয়। এতে ১১ জন নিহত হন। এ ঘটনায় আটক সন্দেহভাজনের নাম কাই জি অ্যাডাম লো। তিনি ভ্যাঙ্কুভারের বাসিন্দা।

ভ্যাঙ্কুভার পুলিশ বিভাগ বলেছে, অ্যাডাম লোর বিরুদ্ধে হত্যার আটটি অভিযোগ আনা হয়েছে।

কাই জি অ্যাডামের বিরুদ্ধে যে হত্যার অভিযোগ আনা হয়েছে, তা সেকেন্ড ডিগ্রির। ফার্স্ট ডিগ্রির হত্যার অভিযোগের তুলনায় এটি কম গুরুতর হলেও পূর্বপরিকল্পনা ছাড়া হত্যাকাণ্ডের ক্ষেত্রে এ ধরনের অভিযোগ আনা হয়ে থাকে।

রবিবার কাই জি অ্যাডামকে আদালতে হাজির করা হয়েছিল। পরে আবার তাকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়। পুলিশ বলছে, কাই জি অ্যাডাম ইচ্ছাকৃতভাবে এ হামলা চালিয়েছেন। তার মানসিক সমস্যায় ভোগার ইতিহাস আছে।

শনিবার সন্ধ্যায় কানাডার পশ্চিমাঞ্চলীয় শহর ভ্যাঙ্কুভারে হওয়া ওই হামলার পেছনে উদ্দেশ্য কী, তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে পুলিশ বলছে, এ ঘটনায় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সম্পর্ক নেই।

কানাডায় সাধারণ নির্বাচনের আগে হওয়া এই গাড়ি হামলার ঘটনা পুরো দেশকে হতবাক করে দেয়। কানাডীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ এবং দীর্ঘদিনের মিত্র ও বাণিজ্যিক অংশীদার কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করার হুমকির মধ্যে এ নির্বাচন হচ্ছে।

পুলিশপ্রধান স্টিভ রাই বলেছেন, ৩০ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি একটি কালো রঙের অডি এসইউভি চালাচ্ছিলেন। তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তি অতীতেও পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন এবং তিনি বেশ কয়েকবার মানসিক স্বাস্থ্য সেবাদাতাদের শরণাপন্ন হয়েছেন।

ঘটনার সময় কানাডায় বসবাসকারী ফিলিপাইনের নাগরিকেরা ভ্যাঙ্কুভারের সানসেট অন ফ্রেজার এলাকায় তাদের ঐতিহ্যবাহী লাপু লাপু উৎসবে অংশ নিয়েছিলেন। এসইউভিটি তখন ভিড়ের ভেতরে ঢুকে পড়ে এবং মানুষকে ধাক্কা দেয়।

স্ট্রিট ফেস্টিভ্যালটি ছিল ফিলিপিনো ঐতিহাসিক বীর দাতু লাপু লাপুর স্মরণে আয়োজিত একটি বার্ষিক উৎসব। লাপু-লাপু ১৫২১ সালে মাকতান যুদ্ধে স্প্যানিশ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলানকে পরাজিত করেন। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ ২০২৩ সালে ২৭ এপ্রিলকে আনুষ্ঠানিকভাবে লাপু-লাপু ডে হিসেবে স্বীকৃতি দেয়।

উৎসবের মূল অনুষ্ঠান শেষ হওয়ার পরপর যখন মানুষ রাস্তার পাশে খাবার ও সাংস্কৃতিক প্রদর্শনী উপভোগ করছিলেন, তখন একটি এসইউভি গাড়ি দ্রুতগতিতে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। চোখের পলকে উৎসবের আনন্দ বিষাদে পরিণত হয়।

এই ঘটনার পর কান্নাজড়িত কণ্ঠে দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, অনেক পরিবার তাদের ভাই, বোন, মা, বাবা, পুত্র ও কন্যা হারিয়েছেন। ওই পরিবারদের জন্য এখন সেটিই বাস্তবতা যা যেকোনো পরিবারের জন্য দুঃস্বপ্ন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বগুড়ায় একরাতে চার সন্তান জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

বগুড়ার একটি হাসপাতালে একসঙ্গে চার পুত্র সন্তানের জ...

নীলফামারীর ডিসির মানবিক উদ্যোগ; খোলা হলো রক্তদানে ‘হিমোগ্লোবিন’

‘মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ’ শ্লোগানে নীলফামারীত...

সন্তানকে ফিরে পেতে পরিবারের সংবাদ সম্মেলন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক ছাত্র মো. সাইফ...

জুলাই অভ্যুত্থানে নিহত ব্যক্তির মেয়ের মরদেহ উদ্ধার

জুলাই আন্দোলনে নিহত ব্যক্তির কলেজছাত্রী মেয়ের (১৮)...

সাত খুনের রায় কার্যকরের অপেক্ষায় স্বজনরা

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় ১১ বছর পূর্ণ হ...

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গার্মেন্টস কর্মীর মৃত্যু

গাজীপুরের জয়দেবপুর থানার মোগরখাল এলাকায় গ্যাস সি...

পোপ নির্বাচিত হন যেভাবে 

রোমান ক্যাথলিক চার্চের ভবিষ্যৎ নেতৃত্ব বেছে নিতে র...

সাভারে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

সাভারে সড়ক বিভাজকের ওপরে বাস উঠে এক বাস চালকের সহক...

নতুন করে বাংলাদেশে এলো এক লাখ ১৩ হাজার রোহিঙ্গা

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে গত শনিবার পর্যন্ত নতু...

জ্যাকলিন-সুকেশের প্রেমকাহিনী সিনেমার পর্দায়

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও কনম্যান সুক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা