আন্তর্জাতিক

বাংলাদেশের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে মার্কিন সাময়িকী আইপিডি: ডিসমিসল্যাব

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভুল তথ্য কোনো রকম যাচাই করা ছাড়াই প্রকাশ করছে মার্কিন সাময়িকী ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট (আইপিডি)। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাবের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি বাংলাদেশ নিয়ে আইপিডির এক প্রতিবেদনে বলা হয়, ‘মুদ্রাস্ফীতি ঊর্ধ্বমুখী এবং সুদের হার ১২% এর ওপরে বৃদ্ধি করা হয়েছে। এই চ্যালেঞ্জগুলোর সঙ্গে লড়াই করা বাংলাদেশিরা শিগগিরই কঠিন প্রশ্ন শুরু করতে পারেন: দেশ যখন তীব্র আর্থিক চাপের মধ্যে লড়াই করছে, তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের মেয়ে কীভাবে এত বিলাসবহুল জীবনযাপন করছে? কীভাবে আহসান মনসুর নিজে তিনতলা কাচ-ইস্পাতে ঘেরা ‘খামারবাড়িতে’ আরাম করতে পারেন, যখন অন্যরা তাদের কম অর্থ দিয়ে জীবনযাপন করছেন?’

ডিসমিসল্যাব বলছে, চলতি বছরের ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক আইপিডি প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্যগুলো দেওয়া হয়। কিন্তু লেখাটিতে লেখক হিসেবে থাকা টিম লারকিন নামের কোনো লেখকের আসলে অস্তিত্ব নেই। এক মাসব্যাপী তদন্তে ডিসমিসল্যাব বাংলাদেশের নতুন সরকারের সমালোচনা নিয়ে ১০টি নিবন্ধ পেয়েছে যেগুলোতে প্রকাশিত লেখকদের পরিচয় নেই। প্রায়ই শাটারস্টকের মতো সাইট থেকে চুরি করা ছবি দিয়ে তাদের প্রোফাইলে ব্যবহার করা হয়।

ডিসমিসল্যাবের তথ্য বলছে, এসব লেখকদের লেখা নিবন্ধগুলোর মধ্যে অন্তত দুটি যাচাইকরণ ছাড়াই বাংলাদেশি সংবাদমাধ্যমে পুনরায় প্রকাশিত হয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার আওয়ামী লীগের অন্যান্য অফিসিয়াল পেজসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রতিবেদনগুলোকে শেয়ারও করা হয়েছে।

এই প্রচারণার একটি বিশেষ লক্ষ্য ছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গত মার্চ মাসে তিনি শেখ হাসিনা সরকারের সদস্যদের দ্বারা যুক্তরাজ্যসহ বিদেশে পাচার হওয়া চুরি হওয়া অর্থ ফেরত আনতে ব্রিটিশ সরকারের সমর্থন চাইতে যুক্তরাজ্য সফর করেন। এরপর তাকে লক্ষ্য করে তিনটি নিবন্ধ ছাপানো হয়। যেখানে তার ব্যক্তিগত জীবন, তার ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ নীতি এবং বিদেশে বসবাসকারী তার মেয়ের বিলাসবহুল জীবন নিয়ে প্রশ্ন তোলা হয়।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে ব্রিটেনের ৪৭ জন এমপির কাছে ই-মেইল পাঠিয়েছেন নিজেকে সাংবাদিক দাবি করা অজ্ঞাত এক ব্যক্তি। এর পরিপ্রেক্ষিতে ব্রিটিশ এমপিরা আশঙ্কা করছেন, পাচার হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে গিয়ে তারা অপতথ্য প্রচারণার শিকার হতে পারেন।

ডিসমিস ল্যাবের দাবি, তাদের তদন্তে আইপিডির সম্পাদকীয় প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি দেখা গেছে। এর ফলে তাদের ওয়েবসাইট, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য প্রকাশ হতে পারে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খিলক্ষেতে বিএনপির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

রাজধানীর খিলক্ষেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ত...

গুলিস্তানে সাংবাদিকের ওপর হামলা: ছয় জনের বিরুদ্ধে মামলা 

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় সাংবাদিকের ওপর হাম...

ঢাকায় কোথায় কখন ঈদের জামাত?

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের ঢাকায় নেয়া হয়েছে নানা ব্যবস্থা। তবে চাঁদ দেখা...

চিকিৎসা সরঞ্জামের তীব্র অভাবে ব্যাহত ত্রাণ তৎপরতা: জাতিসংঘ

মিয়ানমারে শক্তিশালী ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ১,৬০০ জনেরও বেশি মানুষ নিহত...

রাজধানীতে বেড়েছে মাংস ও মসলার দাম

ঈদের ছুটিতে ঢাকা এখন অনেকটা ফাঁকা। বাজারগুলোতে তেমন ভিড় নেই। এবার নিত্যপণ্যের...

যানবাহনের চাপ নেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে

দরজায় কড়া নাড়ছে ঈদ। এ কারণে শেষ সময়েও ঈদে ঘরমুখো মানুষের যাত্রা অব্যাহত রয়েছে...

হুইল চেয়ারে প্রিমিয়ার শো-তে এলেন মোশাররফ করিম

শনিবার (২৯ মার্চ) রাত ৮টা। রাজধানীর বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট স্টার সি...

মেসি ম্যাজিক দেখালেন, উল্টো দিকে চোখ ধাঁধালেন ‘বাংলাদেশি’ তরুণ

গত ১৭ মার্চ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমে বাঁ পায়ের উরুতে চোট পেয়েছি...

চট্টগ্রামে প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত, গুলিবিদ্ধ ৩

চট্টগ্রাম নগরীতে প্রাইভেটকারে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত হয়েছেন...

রাজধানীতে বেড়েছে মাংস ও মসলার দাম

ঈদের ছুটিতে ঢাকা এখন অনেকটা ফাঁকা। বাজারগুলোতে তেমন ভিড় নেই। এবার নিত্যপণ্যের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা