সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
 দিনাজপুর প্রতিনিধি
স্বাস্থ্য প্রকাশিত ১২ এপ্রিল ২০২৫ ১৩:১৫
সর্বশেষ আপডেট ১২ এপ্রিল ২০২৫ ১৩:১৫

দিনাজপুর মেডিকেল কলেজে মহাপরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর মেডিকেল কলেজে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) বেলা সাড়ে বারোটায় কলেজের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা) ও প্রকল্প পরিচালক ডা. মোহাম্মদ মাসুদুর রহমান, উপ-পরিচালক (সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ) ডা. সৈয়দ মোহাম্মদ বাকী বিল্লাহ।

এছাড়া দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান ও জেলা সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস সভায় বক্তব্য প্রদান করেন। সভায় কলেজের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

মতবিনিময় সভার শুরুতে মহাপরিচালক ও অতিথিদের কলেজে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর কলেজ ক্যাম্পাসে অতিথিদের অংশগ্রহণে তিনটি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম। সভার শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী।

পরে মহাপরিচালক কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন এবং হোস্টেল ভবন নির্মাণ প্রকল্প স্থান পরিদর্শন করে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সভাটি দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাঙালির উৎসব বাংলা নববর্ষ

পহেলা বৈশাখ- বাংলা নববর্ষ। বাঙালির প্রাণের উৎসব। এ...

হুইলচেয়ার ক্রিকেটের প্রথম বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া হুইলচেয়ার ক্রিকেট...

আমাকে হয়রানি করতে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হচ্ছে: টিউলিপ

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক ‘সিটি মিনিস্টার’ টিউলিপ স...

ট্রাম্পের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন বুধবার

যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে বুধবার (১৬ এপ্রিল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা