রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
এরই ধারাবাহিকতায় গত দুদিনে রাজধানীর বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করে আইন অমান্য করার কারণে ৯৮ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খবর ডিএমপির।
শনিবার (১৬ নভেম্বর) ডিএমপির নিজস্ব সংবাদ মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
পাশাপাশি এ সময় ট্রাফিক আইন লঙ্ঘন করায় ২ হাজার সাতশ ৯টি মামলা করা হয়েছে। এ ছাড়া গত দুই দিনে অভিযানকালে ২৪৩ টি গাড়ি ডাম্পিং ও ৯৩ টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ও শুক্রবার (১৫ নভেম্বর) এই দুই দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
.
আমার বাঙলা/এসএইচ