সংগৃহীত
পরিবেশ

ঢাকায় ৯ বছরে সবচেয়ে দূষিত মাস চব্বিশের ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

ঢাকার বায়ুদূষণ নিয়ে কথা হচ্ছে অনেকদিন ধরে। প্রায়শই ঢাকা বিশ্বে বায়ু দূষণের শীর্ষ নগরী হয়ে উঠছে। কিন্তু দূষণ কমানোর কার্যকর কোনো পদক্ষেপ মিলছে না সরকারের তরফ থেকে। এসবের মাঝেই বায়ুদূষণে একাধিক রেকর্ড হয়েছে সদ্য বিদায়ী ২০২৪–এর ডিসেম্বর মাসে। এ মাসে যত বায়ুদূষণ ছিল, তা গত নয় বছরে সর্বোচ্চ। ১৪ ডিসেম্বর দূষণের মাত্রা যে অবস্থায় পৌঁছেছিল, তা এই পর্যন্ত কখনো দেখা যায়নি। বায়ুর মান খুব খারাপ হলে তাকে বলা হয় ‘দুর্যোগপূর্ণ।’ নয় বছরে নয়টি ডিসেম্বর মাসের মোট ১৭ দিন বায়ু ছিল দুর্যোগপূর্ণ। আর এর মধ্যে ১১ দিনই বায়ু দুর্যোগপূর্ণ ছিল গত ডিসেম্বরে।

ঢাকার বায়ুদূষণের এই ভয়াবহ চিত্র তুলে ধরেছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)। বুধবার (১ জানুয়ারি) নতুন গবেষণায় গত ডিসেম্বর মাসসহ নয় বছরের দূষণের অবস্থা তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার বলেন, ইটভাটা ও কলকারখানার ধোঁয়া, ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ম্য, যত্রতত্র বর্জ্য পোড়ানো, নিয়ন্ত্রণহীন নির্মাণকাজ— দূষণের এসব উৎস বন্ধে তেমন কোনো উদ্যোগ নেই। এসব বন্ধে প্রকল্পের দরকার নেই। পরিবেশ অধিদপ্তরের সক্রিয় তৎপরতাই যথেষ্ট; কিন্তু সেই তৎপরতা দুর্ভাগ্যজনকভাবে নেই।

ক্যাপস ২০১৬ সাল থেকে বায়ুর মান পর্যবেক্ষণ করছে। দূষণের ক্ষেত্রে তারা দেখে, বাতাসে কতটুকু অতিক্ষুদ্র ধূলিকণা বা পিএম ২.৫ থাকে। এই ধূলিকণার মধ্যে কলকারখানা, যানবাহন ও রাস্তার ধুলাবালি একত্র হয়। আর সেই কণা মানুষের শরীরে প্রবেশ করে শ্বাসকষ্ট, হাঁপানি এবং দীর্ঘ মেয়াদে বড় ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি করে।

বায়ুর মান শূন্য থেকে ৫০ থাকলে ‘ভালো’ বলা হয়। ৫১ থেকে ১০০ হলে ‘গ্রহণযোগ্য’। ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০–এর বেশি হলে তা হয় ‘দুর্যোগপূর্ণ’।

ক্যাপসের গবেষণায় দেখা গেছে, গত বছরের ডিসেম্বরে বায়ুর গড় মান ছিল ২৮৮। ২০১৬ থেকে এত খারাপ কখনোই হয়নি। ২০২৩–এর ডিসেম্বরে বায়ুর মান ছিল ১৯৫। গত ৯ বছরে ডিসেম্বর মাসে ঢাকার বায়ুর মান ছিল ২১৯ দশমিক ৫৪। ২০২৪–এর ডিসেম্বরে এই মান ৩১ ভাগের বেশি বেড়ে গেছে। আর ২০২৩ এর তুলনায় বেড়েছে ২৬ ভাগের বেশি।

ক্যাপসের গবেষণায় দিনের বিভিন্ন সময়ে বায়ুর মানের একটি হিসাব করা হয়েছে। সেখানে গত ডিসেম্বর মাসের ভয়াবহ দূষণচিত্র পাওয়া গেছে। গত ১৪ ডিসেম্বর রাত ১১টার সময় ঢাকার বায়ুর মান ছিল ৮৮০। এমনটি বাংলাদেশে গত নয় বছরে কখনোই হয়নি।

গত নয় বছরে দূষণের দিক থেকে দুর্যোগপূর্ণ দিন ছিল ৬৬টি। এর মধ্যে ডিসেম্বর মাসেই ছিল ১৭ দিন। আর গত ডিসেম্বরের ১১দিন নগরবাসী কাটিয়েছে এই ‘দুর্যোগপূর্ণ’ বায়ুর মধ্যে।

নগরীর বায়ুর মানের উন্নয়নে কাজ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তরও। নানা সময়ে বিভিন্ন অভিযান করে দূষণের উৎস বন্ধের চেষ্টা করে তারা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচির কথা জানানো হয়; কিন্তু বাস্তব অর্থে পরিবেশ অধিদপ্তরের তদারকি আসলে তেমন নেই।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মো. জিয়াউল হক বলেন, এবার নভেম্বরে পুলিশ কম থাকায় ইটভাটার বিরুদ্ধে অভিযান বেশি হয়নি। রাস্তার আশপাশে বর্জ্য পোড়ানো হচ্ছে। আসলে ঢাকার দূষণ নিয়ন্ত্রণে সময় লাগবে।

নগরবিদ ও পরিবেশবাদী ইকবাল হাবিব বলেন, ‘আমি প্রায় ছয় বছর ধরে একের পর এক প্রতিশ্রুতি শুনছি দূষণ কমানো নিয়ে। এখনো শুনছি। কিন্তু কোনো কাজ দেখছি না। দূষণ নিয়ন্ত্রণে সরকারের দায়িত্বশীল যারা আছে, তারা আসলে প্রতারণা করছে।’

এদিকে বায়ুদূষণের বর্তমান পরিস্থিতি ঢাকা শহরের নাগরিকদের জন্য একটি বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে তা ভবিষ্যতে আরো ভয়াবহ হয়ে উঠবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিপ্লবের অপর পিঠেতো মৃত্যু

বয়স ২৬। ধীর স্থির। শান্ত। তথ্য মন্ত্রণালয়ের মন্ত্র...

রাজবাড়ীতে সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন অনুষ্ঠিত

রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ২০২৪/২০২৫ সালের ম্যানুভা...

ভারতে বিদেশি রোগী অর্ধেকে নেমেছে; আল-জাজিরার প্রতিবেদন

বাংলাদেশিদের ভিসা দেওয়া কমিয়ে দেওয়ায় ভারতের হাসপাত...

ব্যস্ততায় হোয়াইট হাউজে পুরস্কার নিতে যাননি মেসি

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক ফুটবল জাদুকর লিওন...

গাজীপুর জেলা কর্মী সম্মেলন সফল করতে  শ্রীপুর পৌর জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা 

হাসান হাবীব, শ্রীপুর, গাজীপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেল...

বৈধ অনুপ্রবেশের দায়ে সাতক্ষীরা সীমান্তে আটক ৩

আশ্রাফ উজ- জামান,জেলা প্রতিনিধি।। সাতক্ষীরার সীমান্ত দিয়ে অবৈধভাবে...

ছাদে প্লাস্টিকের বোতলে ধানচাষের অভিনব উদ্যোগ

ধানচাষের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে বিস্তীর্ণ...

শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধ...

দীপিকার সম্পদের পরিমাণ কত

‘ওম শান্তি ওম’ সিনেমায় শান্তিপ্রিয়ার চ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা