ছবি-সংগৃহীত
পরিবেশ

রাতেই আঘাত হানতে পারে ‘হামুন’

নিজস্ব প্রতিবেদক: ক্রমেই বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, আজ রাত ১০ টা থেকে আগামীকাল সকাল ১০ টার মধ্যে এটি উপকূলে আঘাত হানতে পারে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপু‌রে স‌চিবাল‌য়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় এক প্রস্তু‌তি সভা শে‌ষে তিনি এ তথ্য জানান।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের গতিবেগ ও চরিত্র বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটি আজ রাত ১০ টা থেকে কাল সকাল ১০ টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে।

এ কারণে নির্দেশনা দেওয়া হয়েছে, রাত ৮ টার মধ্যে যেন সব ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হয়। আমরা আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করেছি এবং আমা‌দের মে‌ডি‌ক্যাল টিমও প্রস্তুত র‌য়ে‌ছে।

তিনি জানান, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ১০ জেলার ১৫ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আশ্রয় কেন্দ্রেগুলোতে বরাদ্দ অর্থ দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় ২০ লাখ টাকা, ৫০ টন চাল, গো ও শিশু খাদ্যের জন্য এক কোটি টাকা করে মোট ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হ‌য়ে‌ছে।

‘হামুন’ মোকাবিলাকে চ্যালেঞ্জ মনে করছেন না জানিয়ে তিরি বলেন, অন্যান্য ঘূর্ণিঝড়ের মতো এটিকেও আমরা মোকাবিলা করতে পারবো। আজকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

মন্ত্রণালয়, অধিদফতর ও মাঠ পর্যায়ে উপকূলীয় জেলাগুলোতে মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘হামুন’ ক্রমেই চট্টগ্রাম এবং বরিশালের উত্তর-পূর্ব অভিমুখে বাংলাদেশের উপকূলে দিয়ে এগিয়ে আসছে। বর্তমানে এটি পায়রা বন্দর থেকে ৩১০ কি.মি. দূরত্বে অবস্থান করছে। এর বাতাসের গতিবেগ ৮৯ কি.মি. থেকে ১১৭ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

আজ রাত ১০ টা থেকে কাল সকাল ১০ টার মধ্যে এটি বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। তবে এটির গতি বাড়ালে আগেই অতিক্রম শুরু করতে পারে।

এ অবস্থায় এসব উপকূলীয় এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ রাত ৮ টার মধ্যে ঝুঁকিপূর্ণ ১০ জেলার মানুষকে আশ্রয়কেন্দ্রে স‌রি‌য়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নাটকে ভাষাদূষণের বিরুদ্ধে এগিয়ে আসা প্রয়োজন: বিপাশা হায়াত

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। টিভি নাটক, মঞ্চ এমনকি চলচ্চিত্র ম...

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুতে ট্রেন চলাচল শুরু

দীর্ঘ প্রতীক্ষার পর পরীক্ষামূলকভাবে বঙ্গবন্ধু শেখ...

হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলা...

সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও গণভোটের বিধান রাখাসহ সংবিধ...

টি-টেন লিগে সাকিবের দলে ফিক্সিংয়ের সন্দেহ

আবুধাবিতে চলামান টি-টেন লিগ নিয়ে যেন অভিযোগের শেষ...

মিয়ামির দায়িত্বে মেসির সাবেক সতীর্থ মাশচেরানো

টাটা মার্টিনোর পদত্যাগের পরই গুঞ্জন উঠেছিল মেসিদের...

ফাঁদ পেতে শিকারের পর চলে অতিথি পাখির হোম ডেলিভারি

শীত এলেই রঙ-বেরঙের নাম না জানা অনেক রকম পাখিতে ভরে যায় দেশের জলাশয়, হাওড়, বিল...

হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা

লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ...

ভৈরবে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একই পরিবারের চার জনের মরদ...

চট্টগ্রাম আদালতে সংঘর্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত

চট্টগ্রামে আদালতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা