ছবি-সংগৃহীত
পরিবেশ

রাতেই আঘাত হানতে পারে ‘হামুন’

নিজস্ব প্রতিবেদক: ক্রমেই বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, আজ রাত ১০ টা থেকে আগামীকাল সকাল ১০ টার মধ্যে এটি উপকূলে আঘাত হানতে পারে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপু‌রে স‌চিবাল‌য়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় এক প্রস্তু‌তি সভা শে‌ষে তিনি এ তথ্য জানান।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের গতিবেগ ও চরিত্র বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটি আজ রাত ১০ টা থেকে কাল সকাল ১০ টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে।

এ কারণে নির্দেশনা দেওয়া হয়েছে, রাত ৮ টার মধ্যে যেন সব ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হয়। আমরা আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত করেছি এবং আমা‌দের মে‌ডি‌ক্যাল টিমও প্রস্তুত র‌য়ে‌ছে।

তিনি জানান, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ১০ জেলার ১৫ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আশ্রয় কেন্দ্রেগুলোতে বরাদ্দ অর্থ দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় ২০ লাখ টাকা, ৫০ টন চাল, গো ও শিশু খাদ্যের জন্য এক কোটি টাকা করে মোট ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হ‌য়ে‌ছে।

‘হামুন’ মোকাবিলাকে চ্যালেঞ্জ মনে করছেন না জানিয়ে তিরি বলেন, অন্যান্য ঘূর্ণিঝড়ের মতো এটিকেও আমরা মোকাবিলা করতে পারবো। আজকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সরকারি ছুটি বাতিল করা হয়েছে।

মন্ত্রণালয়, অধিদফতর ও মাঠ পর্যায়ে উপকূলীয় জেলাগুলোতে মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘হামুন’ ক্রমেই চট্টগ্রাম এবং বরিশালের উত্তর-পূর্ব অভিমুখে বাংলাদেশের উপকূলে দিয়ে এগিয়ে আসছে। বর্তমানে এটি পায়রা বন্দর থেকে ৩১০ কি.মি. দূরত্বে অবস্থান করছে। এর বাতাসের গতিবেগ ৮৯ কি.মি. থেকে ১১৭ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে।

আজ রাত ১০ টা থেকে কাল সকাল ১০ টার মধ্যে এটি বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। তবে এটির গতি বাড়ালে আগেই অতিক্রম শুরু করতে পারে।

এ অবস্থায় এসব উপকূলীয় এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত দিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ রাত ৮ টার মধ্যে ঝুঁকিপূর্ণ ১০ জেলার মানুষকে আশ্রয়কেন্দ্রে স‌রি‌য়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জুলাই বিপ্লবীদের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে: ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, &...

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসালো যুক্তরাষ্ট্র

দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের বড় রপ্তানিকারক দেশ...

ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়, পেনশন পেলেন ৯ লাখ টাকা

টাঙ্গাইলের মির্জাপুরে নতুন কহেলা জামে মসজিদের ইমাম ও খতীবকে তিন যুগ ইমামতি শে...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‌বিভ্রান্তিকর বলল সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যখ...

কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদ

কোপা দেল রে’র সেমি-ফাইনালের ফিরতি লেগের আসর বসেছিল রিয়াল মাদ্রিদের হোম...

ফের ভাগ্য পরীক্ষায় উর্বশী

‘ডাকু মহারাজ’ ছবিতে দক্ষিণী সুপারস্টার নন্দমুরীর সঙ্গে ‘দাব...

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।...

পর্যটন কেন্দ্র লোকে লোকারণ্য

রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরবতা। ঈদের দিন থেকে...

দুর্ঘটনার হটস্পট চুনতি জাঙ্গালিয়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া যেন এক মৃত্যুকূ...

তিন জেলায় চার শিশু ধর্ষণের শিকার

রাজধানী ঢাকার দারুসসালাম ও মুগদা, ময়মনসিংহের মুক্তাগাছা এবং কিশোরগঞ্জের ভৈরবে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা