অভিনেতা বিক্রান্ত ম্যাসি
বিনোদন

অভিনয়কে বিদায় জানালেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত ম্যাসি

আমার বাঙলা ডেস্ক

অভিনয়কে বিদায় জানালেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এক যুগের ক্যারিয়ারে বক্স অফিসে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন ৩৭ বছর বয়সি এই অভিনেতা। তবে হঠাৎ অভিনয়কে বিদায় জানানোর কারণ জানাননি তিনি।

রোববার রাতে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এ ঘোষণা দেন বিক্রান্ত ম্যাসি। তিনি নিশ্চিত করেছেন, ২০২৫ সালের পর আর কোনো সিনেমায় তাকে দেখা যাবে না।

ইনস্টাগ্রামে দেওয়া ওই নোটে বিক্রান্ত লিখেছেন, ‘গত কয়েক বছর অসাধারণ ছিল। আপনাদের অটুট ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। তবে এখন সময় হয়েছে সবকিছু নতুন করে ভাবার এবং ঘরে ফেরার। একজন স্বামী, বাবা এবং পুত্র হিসেবে এবং একজন অভিনেতা হিসেবে।’

তিনি আরও লিখেছেন, ‘২০২৫ সালে আমরা শেষবারের মতো একে অপরের সঙ্গে দেখা করব। শেষ দুটি সিনেমা এবং বহু বছরের স্মৃতি নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য। চিরকাল কৃতজ্ঞ।’

বর্তমানে বিক্রান্ত ‘ইয়ার জিগরি’ এবং ‘আঁখো কি গুস্তাখিয়া’ নামে দুটি সিনেমার শুটিং করছেন। তিনি মূলত এই ছবি দুটির কথা ইঙ্গিত করেই বলেছেন যে, ২০২৫ সালে তিনি শেষবারের মতো পর্দায় আসবেন।

বিক্রান্তের ওই পোস্টের পর মন্তব্যের ঘরে তার ভক্তরা জানিয়েছেন, এটি তারা বিশ্বাস করতে পারছেন না। ঘোষণাটিকে ‘অবিশ্বাস্য’ বলেও অভিহিত করেছেন অনেকে।

একজন লিখেছেন, ‘আমি আশা করি এটি সত্যি নয়।’ আরেকটি মন্তব্যে লেখা ছিল, ‘কেন আপনি বলিউডের পরবর্তী ইমরান খান হতে চান। আমরা ইতিমধ্যে একজন সেরা অভিনেতাকে হারিয়েছি, কারণ তিনি পরিবার বেছে নিয়েছেন।’ অন্য একটি মন্তব্যে লেখা হয়েছে, ‘এই কাজটি করবেন না।’

টেলিপর্দা থেকে বড় পর্দায় এসেছিলেন বিক্রান্ত। দীর্ঘ ও কঠিন পথ পাড়ি দিয়েছেন নিজেকে প্রমাণের জন্য। অর্জন করেছেন খ্যাতি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

গত ১৫ নভেম্বর মুক্তি পায় বিক্রান্ত অভিনীত আলোচিত সিনেমা ‘দ্য সবরমতি রিপোর্ট’।

বিক্রান্ত তার ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৭ সালে টিভি শো ‘ধুম মাচাও ধুম’ দিয়ে। এরপর ২০১৩ সালে ‘লুটেরা’ ছবি দিয়ে অভিষেক হয় সিনেমায়। তবে ২০১৭ সালে ‘আ ডেথ ইন দ্য গুঞ্জ’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছিলেন প্রথম। এরপর গত কয়েক বছরে বিক্রান্ত মুগ্ধ করেন ‘ছাপাক’, ‘রামপ্রসাদ কি তেহরভি’, ‘হাসিন দিলরুবা’, ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’, ‘গ্যাসলাইট’-এর মতো হিট সিনেমা। এমনকি তিনি ‘ব্রোকেন বাট বিউটিফুল’, ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘মির্জাপুর’-এর মতো হিট ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।

তবে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘টুয়েলভথ ফেল’ সিনেমা তাকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মার জীবনসংগ্রাম গল্পে নির্মিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। মনোজ চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত ম্যাসি।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ পরিবারের নাম ভাঙিয়ে জমি দখল ও সন্ত্রাসের অভিযোগ

খুলনা জেলার আলোচিত ভূমিদস্যু সালাম খান তার প্রভাব...

নিন্দা জানিয়ে  মুক্তিজোটের বিবৃতি

বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে মুক্তিজোট। ৩ ডিসেম্ব...

কিভাবে শেখ হাসিনা স্বৈরশাসক হলেন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড মাহফুজ আলম এক সেমিনারে বল...

পেশাজীবী অধিকার পরিষদের ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটি 

গণমাধ্যম ব্যক্তিত্ব মো. মামুন সিকদারকে আহ্বায়ক এবং...

লক্ষ্মীদাড়ি সীমান্তে ভারতীয় নারীসহ আটক ২

অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে সাতক্ষীরার লক্ষীদাড়ি...

দেশের প্রশ্নে সব দল ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে: আসিফ নজরুল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব,...

বাংলাদেশ সীমান্তে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন

ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার কর...

বাংলাদেশকে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশ ব...

রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা

দেশে উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর কাছে তিন বিষয়ে পরামর্শ চেয়েছেন প্রধা...

ভারতের পতাকা মাড়ানোর ‘ভাইরাল’ ছবিটি এআই দিয়ে তৈরি: রিউমার স্ক্যানার

ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার সামাজিক মাধ্যমে ভাইরাল (ছড়ি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা