বিনোদন
মুভি রিভিউ ‘দরদ’

‘জমজমাট আয়োজনে সাধারণ গল্প’

শাহরিয়ার আহমেদ

বিশ্বের আনাচে-কানাচের সিনেমা দেখে আমার বড় হয়ে ওঠা। সবকিছু দূরে রেখে গতকাল দেখলাম এক বাংলা ভাষার সিনেমা নাম ‘দরদ’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রচেষ্টায় নির্মিত সিনেমাটির কাহিনি চিত্রনাট্য ও সংলাপ পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমা দেখার আগে সব সময় আমি ভাবি ‘আমি কিছু জানি না’। এরপর সিনেমা আমার কাছে নতুন কিছু নিয়ে আসে যা আমাকে ভাবায়। অনন্য মামুনের ‘দরদ’ সিনেমাও আমাকে ভাবিয়েছে।

সিনেমাটি নিয়ে বলার আগে আমি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কিছু বলে রাখার প্রয়োজন অনুভব করছি। বাংলা ভাষার সিনেমার আদিম প্রয়াস ‘নাচ-গান’ সিনেমা শিল্প থেকে যতদিন না মুক্তি পাবে ততদিন এই ভাষার সিনেমা স্বাবলম্বী হবে না। তাহলে প্রশ্ন, কেন এখনো বিষয়গুলো চলে আসছে? উত্তরটা মার্কেটিং বা সিনেমার প্রচার-প্রচারণা। সিনেমার নাচ-গান মানুষ দেখবে আর জানবে বাজারে একটি সিনেমা আসছে। শুধু এটুকুই।

যাক সে আলাপ, এ আলাপের রেশ ধারে আরেকটু বলি আমাদের দেশে সিনেমা বানাতে যত টাকা প্রয়োজন হয় তার বিশাল একটা অংশ ব্যয় হয় সিনেমার প্রচার-প্রচারণায়। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির এই বাণিজ্যিক প্রথা যতদিন না ভাঙা যাবে ততদিন বাংলা সিনেমার নিজস্ব কোনো পরিচয় তৈরি হবে না। এবার আসি ‘দরদ’ সিনেমার আলোচনায়। সিনেমাটি মন্দের ভালো। একেবারেই খারাপ নির্মাণ নয়। সুন্দর আলো, সুন্দর সংলাপ, আর সুন্দর চিত্রায়ণ আমাকে বেশ মুগ্ধ করেছে। সিনেমাটি উপভোগ্য। সময় নষ্ট হবে না।

বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় এর আগে আরও ছবি নির্মিত হয়েছে। সে সবের আলোকে এই সিনেমার বাণিজ্যিক সফলতা-ব্যর্থতা মাপা ঠিক নয়। যেহেতু সিনেমা নির্মাণ একজন পরিচালকের ভালোবাসার জায়গা সুতরাং আমরা তার প্রচেষ্টাকে ভালোবাসবো।

সিনেমায় ক্যারিয়ার গড়তে হলে পরিচালকের দর্শন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ তার দর্শনই তাকে একদিন অনন্য উচ্চতায় নিয়ে যাবে। একজন গুণি নির্মাতার কাছে সিনেমার বাণিজ্যিক সফলতা-ব্যর্থতা তেমন কিছু নয়। আর যদি তিনি একজন পেশাদার নির্মাতা হন তবে তার বাণিজ্যিক সফলতা-ব্যর্থতা মাপা যেতিই পারে।

তাহলে দরদ সিনেমা কেমন ছিল? এটি একটি ভিন্নধারার বাণিজ্যিক সিনেমা। সিনেমা শিল্প হয়ে উঠতে কিছু জিনিস অবশ্যই বিশেষভাবে বিবেচনায় রাখতে হয়। ইংরেজি আর্ট শব্দের বাংলা যেমন শিল্প তেমনই ইন্ডাস্ট্রি শব্দের বাংলাও শিল্প। শৈল্পিক সিনেমা বানাতে আরও কিছু সংযোজন- বিয়োজন করতে হয় একজন পরিচালককে।

‘ফিল্ম থিওরি’ মেনে যে সিনেমা বানানো হয় তাকে বলে অঁতর থিওরি। এ থিওরিতে একজন পরিচালক এমনভাবে সিনেমাটি পরিচালনা করেন যেখানে তার নিজস্ব একটি রন্ধনপ্রণালি ফুটে ওঠে। সহজ ভাষায় সিনেমাটি আমরা দেখি পরিচালকের চোখে। তাই আমি বলেছি ‘দরদ’ একটি বাণিজ্যিক সিনেমা ও ভিন্ন ধারার ‍ সিনেমা। সিনেমার গল্পটি বারবার ঘুরপাক খেয়েছে সিনেমার প্রধান চরিত্র দলুকে ঘিরে। এ চরিত্রে অভিনয় করেছেন বাংলা মেগাস্টার শাকিব খান। দলুকে ঘিরে গল্প আবর্তিত হলেও দলুকে সিনেমায় দেখানো হয় একজন অ্যান্টাগনিস্ট হিসেবে। আর প্রোটাগনিস্ট হিসেবে রয়েছেন সিনেমার নায়িকা সোনাল চৌহান। বাংলা সিনেমায় এই প্রচেষ্টা খুব সাধারণত দেখা যায় না। শাকিব খানে অসাধারণ অভিনয় দক্ষতার সাথে খুব সুন্দর একটি মিশেল দেখা গেছে সোনাল চৌহানের। এর সাথেসাথে দুই বাংলার গুণী অভিনেতাদের পর্দায় খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন অনন্য মামুন। পাশাপাশি আলো, শব্দ, সংলাপের অসাধারণ ব্যবহার করেছেন সিনেমার পরিচালক।

বাণিজ্যিক সিনেমা হিসেবে ‘দরদ’ বাণিজ্যকে কিছুটা পাশ কাটিয়ে যাওয়ার মতন সিনেমা। পোস্টারে অ্যাকশন জনরার ডিজাইন থাকলেও সিনেমাটি আসলে সাইকো-থ্রিলার। খুব সহজেই একটি জটিল গল্পকে আট থেকে আশির কাছে পৌঁছাতে পেরেছেন পরিচালক। ‘দরদ’ সিনেমা যেহেতু একটি যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা তাই এই সিনেমায় বিশেষভাবে লক্ষণীয় এর ভাষার ব্যবহার। সিনেমা অবশ্যই সংস্কৃতিতে প্রভাব ফেলে। সিনেমা সমাজের কাছে দায়বদ্ধ না থাকলে সমাজে বদলে যায়। তবে দরদ সিনেমায় এরকম কিছু লক্ষ করা যায়নি। যেহেতু দুই দেশের যৌথ প্রয়াসে বানানো সিনেমা। সেহেতু কিছুটা ভাষার আমদানি-রপ্তানি দুদেশেই হবে।

এই সিনেমায় আরও বিষয় হলো সিনেমার মাধ্যমে ব্রান্ডিং। যেহেতু এই সিনেমায় অর্থ লগ্নি করেছে ইউনিলিভার সেহেতু সিনেমাটোগ্রাফিতে কোথাও কোথাও প্রবণতা লক্ষ করা যায় কোম্পানিটাকে ব্রান্ডিং করতে। এটা এখন আর তেমন নতুন কিছু নয়। প্রায় হরহামেশাই হয়।

এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ শাকিব খান। বাংলাদেশে স্টারডমে একেবারে সবার ওপরে তিনি তা স্বীকার করতেই হবে। শাকিব খানের মার্কেট ভ্যালু এই সিনেমায় খুব বড় একটা প্রভাব রেখেছে। অনন্য মামুনের পরিচালিত এই সিনেমাটি এ যাবত তার ক্যারিয়ারে একটি মাইলফলক হয়ে থাকবে বলে আমি মনে করি। আমরা এর আগেও পর্দায় অনন্যা মামুনের মুন্সিয়ানা দেখেছি।

তার পরিচালিত আরও কিছু সিনেমা হলো, মোস্ট ওয়েলকাম, আমি শুধু চেয়েছি তোমায়, অস্তিত্ব, আবার বসন্ত, নবাব এলএলবি, মেকআপ ও কসাই। সবগুলো সিনেমাই ব্যবসায় সফল।

সব মিলিয়ে সিনেমাটি আমার কাছে খুব সাধারণ লেগেছে। পাশাপাশি মনে হয়েছে এত জটিল একটি গল্পকে কীভাবে এত সহজ করে বলা সম্ভব। হয়ত তা পরিচালক ও তার টিম মেম্বারদের চেষ্টার কারণেই হয়েছে। সব মিলিয়ে আমার চোখে সিনেমাটি তার জায়গা বানাতে পেরেছে যেখানে সিনেমাটি যেতে চেয়েছিল।

লেখক: সাংবাদিক ও প্রাক্তন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চলচ্চিত্র ও দূরদর্শন বিভাগ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জুলাই বিপ্লবীদের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে: ছাত্রদল সভাপতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, &...

কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদ

কোপা দেল রে’র সেমি-ফাইনালের ফিরতি লেগের আসর বসেছিল রিয়াল মাদ্রিদের হোম...

ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়, পেনশন পেলেন ৯ লাখ টাকা

টাঙ্গাইলের মির্জাপুরে নতুন কহেলা জামে মসজিদের ইমাম ও খতীবকে তিন যুগ ইমামতি শে...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‌বিভ্রান্তিকর বলল সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যখ...

শুনেছি লাখের কাছাকাছি ‘আওয়ামী সন্ত্রাসী’ ভারতে আশ্রয় নিয়েছে: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘‘এখনো হাসিনা ভারতে...

ফের ভাগ্য পরীক্ষায় উর্বশী

‘ডাকু মহারাজ’ ছবিতে দক্ষিণী সুপারস্টার নন্দমুরীর সঙ্গে ‘দাব...

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।...

পর্যটন কেন্দ্র লোকে লোকারণ্য

রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরবতা। ঈদের দিন থেকে...

দুর্ঘটনার হটস্পট চুনতি জাঙ্গালিয়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া যেন এক মৃত্যুকূ...

তিন জেলায় চার শিশু ধর্ষণের শিকার

রাজধানী ঢাকার দারুসসালাম ও মুগদা, ময়মনসিংহের মুক্তাগাছা এবং কিশোরগঞ্জের ভৈরবে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা