সংগৃহিত
বিনোদন

মানুষ কষ্টের সময় পাশে থাকে না

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। ২০১২ সালে জরায়ু ক্যানসারে আক্রান্ত হলে মুম্বাইয়ের একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। পরের বছর অভিনেত্রী ক্যানসার মুক্ত হন।

নতুন জীবন পেয়ে কাজে ফিরেছেন মনীষা। চলতি মে মাসের ১ তারিখ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’। এ সিরিজে মল্লিকাজান চরিত্রে অভিনয় করে দারুণ আলোচনায় উঠে এসেছেন। এ উপলক্ষে এনডিটিভি-কে সাক্ষাৎকার দিয়েছেন মনীষা। এ আলাপচারিতায় ‘হীরামান্ডি’-এর বিভিন্ন বিষয় নিয়ে যেমন কথা বলেছেন, তেমনি ক্যানসারে আক্রান্ত হওয়ার পর কাটানো কঠিন সময় নিয়েও কথা বলেন মনীষা।

মনীষা কৈরালা বলেন, ‘এটি এমন একটি জার্নি ছিল, যেখান থেকে অনেক কিছু শিখেছি। আমি সত্যিই বিশ্বাস করতাম, আমার অনেক বন্ধু আছে। আমি ভেবেছিলাম— যাদের সঙ্গে পার্টি করেছি, একসঙ্গে ঘুরেছি, মজা করেছি, তারা আমার কষ্টের সময়ে আমার সঙ্গে থাকবে। কিন্তু তারা আমার পাশে ছিল না।’

মানুষ কষ্টের সময়ে মানুষের পাশে থাকেন না। তা উল্লেখ করে মনীষা কৈরালা বলেন, ‘মানুষ কারো কষ্টের সময় পাশে থাকে না, তখন তাকে একা ছেড়ে চলে যায়। মানুষ কারো কষ্ট অনুভব করতে চায় না, বরং পালানোর অজুহাত খুঁজে। এটাই মানুষের স্বভাব। আমার তখন নিজেকে খুব একা মনে হয়েছিল। সেই সময়ে শুধু আমার পরিবারের সদস্যরাই আমাকে ঘিরে রেখেছিলেন।’

মনীষা তার পরিবারের সবাইকে পাশে পাননি। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমার বড় একটা কৈরালা খান্দান আছে। সেসময় তারা কেউ পাশে ছিলেন না। আমার সেই বড় পরিবারে সবাই ধনী। তারা এটার ভার বহন করতেই পারতেন, তবে কেউ ছিলেন না। ছিলেন শুধু আমার মা-বাবা, ভাই আর ভাইয়ের স্ত্রী। শুধু এই ক’জনই ছিলেন। তখন আমি বুঝেছিলাম, সবাই আমাকে ছেড়ে চলে গেলেও শুধু ওরাই আমার সঙ্গে থাকবে। তাই এখন আমার অগ্রাধিকার আমার পরিবার। ওরাই আমার জীবনে সবচেয়ে আগে, বাকি সবাই পরে।’

‘হীরামান্ডি: ডায়মন্ড বাজার’ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমীন সেগাল, সানজিদা শেখ, রিচা চাড্ডা। এটি পরিচালনা করেছেন এসএস রাজামৌলি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ট্রয় নগরী ধ্বংসে ‘ইরিস’ নাকি ‘হেলেন’, কে দায়ী?

স্রষ্টা পৃথিবীর বংশগতি রক্ষার জন্য নারী ও পুরুষ প্...

নওগাঁয় গাছের হাট নিয়ে সরকারি কর্মকর্তাদের ঔদ্ধত্যতা

নওগাঁয় সপ্তাহের প্রতি বুধবার বসা গাছের হাটের জায়গা...

রোহিঙ্গা সমস্যার সমাধানে নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা লক্ষাধিক রোহিঙ্গা...

আইপিএলে ১৩ ক্রিকেটারের নাম পাঠালো বিসিবি

পরবর্তী আরও তিনটি মৌসুমের আইপিএলের জন্য ১৩ ক্রিকেট...

জুলাই অভ্যুত্থান নিয়ে শিল্পকলায় ভাস্কর্য কর্মশালা: পরিচালনায় ভাস্কর পাপিয়া

রাজধানীর শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের তত্ত্...

৫ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা

বিশ্বের পাঁচটি দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর...

৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

ব্যাটারিচালিত রিকশার চালকেরা রাজধানীর জুরাইন রেলক্...

সংখ্যালঘুদের জন্য ৪২ আসন সংরক্ষণের দাবি

আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতিতে সংখ্যালঘুদের জন্য...

জুরাইনে অটোরিকশা চালকদের বিক্ষোভ

রাজধানীর জুরাইন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক...

নওগাঁয় গাছের হাট নিয়ে সরকারি কর্মকর্তাদের ঔদ্ধত্যতা

নওগাঁয় সপ্তাহের প্রতি বুধবার বসা গাছের হাটের জায়গা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা