বিনোদন প্রতিবেদক: সংস্কৃতিপ্রেমীদের প্রিয় সংগঠন ‘সুরস্মৃতি সংগীত একাডেমি’। ঋতুরাজ বসন্ত বরণ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে সম্প্রতি রাজধানীর মগবাজারের নিজস্ব কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। গান, আবৃত্তি এবং অতিথি আপ্যায়নের মাধ্যমে বসন্তকে বরণ করে নেয় সংগঠনের সদস্যরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলা বসে। ‘ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান’ শিরোনামের গানের মাধ্যমে বসন্তকে বরণ করে নেয়। ‘আহা কি আনন্দ’ এবং ‘ভেঙ্গে মোর ঘরের চাবি’ সম্মেলক গান পরিবেশন করা হয়। এরপর একে একে একক ও দ্বৈত গান পরিবেশন করা হয়। সঙ্গীত পরিবেশন করে প্রিয়ন্তী, প্রকৃতি, শতদ্রু, অতশী, শুভজিৎ, পার্থিব, অরনী, আরোহী, স্পর্শ, দেবলীনা, মৃত্তিকা, আলিফ, আন্দালীব, নিহান,আরুশ, কমলিকা, নয়ন, হৃদয়, সোনার তরী, কেকা, মৃত্তিকা, অবন্তিকা, শ্রীময়ী, ফ্লাভিয়ান। এছাড়াও সন্তানদের পাশাপাশি অভিভাবকরা গান শিখেছেন এবং পরিবেশন করেছে কেয়া পাল, প্রিয়া কর্মকার, ডা. দেবযানী পাল চৌধুরী, সুপ্রভা অধিকারী। তবলায় সঙ্গত করেছে প্রিন্স এবং কীবোর্ডে দেবা পাল। সার্বিক পরিচালনায় একাডেমির শিক্ষক ছিলেন স্মৃতিকণা পাল। প্রসঙ্গত ২০১৮ সাল হতে স্বমহিমায় পথ অতিক্রম করে চলেছে ‘সুরস্মৃতি সংগীত একাডেমি’। তারই ধারাবাহিকতায় গত ১৮ ফেব্রুয়ারি বসন্ত বরণ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।