বিনোদন ডেস্ক: ‘বলিউড অভিনেত্রী পুনম পান্ডে ভুয়া মৃত্যু সংবাদ ছড়িয়ে অন্যায় করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’ এমন মন্তব্য করে মুম্বাই পুলিশের কাছে দাবি জানিয়ে মহারাষ্ট্রের বিধায়ক সত্যজিৎ তাম্বে বলেন, মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পুনম যা করেছেন তা শাস্তিযোগ্য অপরাধ।
শুক্রবার সকালে অভিনেত্রী পুনম পান্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানা যায়, জরায়ু মুখের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২ বছরের তারকা পুনমের। একদিন পর পুনম একটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেন, তিনি বেঁচে আছেন। এর ঘটনা আসলে জরায়ু মুখের ক্যানসার নিয়ে সচেতনা বৃদ্ধির একটা প্রচার কৌশল মাত্র।
পুনম যদিও মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন। তবে তার এ কাজের জন্য পুনমের শাস্তি পাওয়া উচিত বলে মনে করেন তাম্বে। মুম্বাই পুলিশের কাছে তাম্বে পুনমের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার দাবি করে আরও বলেন, পুনমের ভক্তরা এবার নিজেদের প্রচারের জন্যও ওই পথ খুব সহজেই বেছে নিতে পারেন।
তাম্বের ভাষ্য, ‘সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর রোধের জন্য পুলিশি তৎপরতা খুবই প্রয়োজন। পুনমের বিরুদ্ধে মামলাও দায়ের করা উচিত। তিনি অন্যায় করেছেন।’ তাম্বের দাবি, পুনমের পোস্ট সকলকে বিভ্রান্ত করেছে।
তিনি বলেন, ‘জরায়ু মুখের ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরির বদলে তিনি মানুষকে ভয় পাইয়ে দিয়েছেন। তার ভুয়া মৃত্যু সংবাদের মাধ্যমে কোনো সচেতনতা তৈরি হয়নি। বরং সমস্যা বেড়েছে।’
ভারতে প্রতি বছর জরায়ু মুখের ক্যানসারে লাখ লাখ নারী আক্রান্ত হন। শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় জরায়ু মুখের ক্যানসার প্রসঙ্গে বিভিন্ন কথা বলা শুরু করেন অভিনেত্রী।
পাশপাশি এটাই স্পষ্ট করেছেন, কাউকে আঘাত দেওয়া নয় বরং বিশ্বব্যাপী নারীদের মধ্যে এ রোগ যে দ্রুততার সঙ্গে ছড়াচ্ছে, তার জন্য এটুকু মেনে নেওয়াটা কোনো ব্যাপার নয়। যদিও তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই জরায়ু মুখের ক্যানসার নিয়ে সর্বত্র যেভাবে লেখালেখি শুরু হয়ে তাতে বরং খুশি পুনম পান্ডে।
এবি/এইচএন