সংগৃহিত
বিনোদন

ঢাকায় আসছেন মার্কিন গায়ক চার্লি পুথ!

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো বাংলাদেশে আসতে চলেছেন জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথ। ‘সি ইউ এগেইন’ ও ‘উই ডোন্ট টক এনিমোর’ গানের জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে যার। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় একটি কনসার্টে অংশগ্রহণ করবেন এই গায়ক। ইতোমধ্যেই সেই কনসার্ট আয়োজনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এমনটাই দাবি করেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সিলভার লাইন ইভেন্টস। প্রতিষ্ঠানটির দাবি, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চার্লি পুথকে নিয়ে ঢাকায় একটি কনসার্টের আয়োজন হতে চলেছে। টিকিট ও বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে থেকে যোগাযোগ করা হলে সিলভার লাইন ইভেন্টস-এর ইভেন্ট কো অর্ডিনেটর রাফাত খান বলেন, ‘গত ৬ মাস ধরেই আমরা চার্লি পুথের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলাম। যেহেতু সম্প্রতি তার একটি ট্যুর শেষ হয়েছে, তাই আগামী বছরের ফেব্রুয়ারি মাসের একটি তারিখে তিনি ঢাকায় কনসার্টের জন্য প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন।’

রাফাত খান আরও বলেন, ‘চার্লি পুথ আমাদেরকে ফেব্রুয়ারি মাসের একটি তারিখ দিয়েছেন। সেই তারিখটা আমরা এখনই ঘোষণা করতে চাচ্ছি না। তার দেওয়া শিডিউল অনুযায়ীই আমরা সকল প্রস্তুতি নিচ্ছি। কনসার্টটি আয়োজনের জন্য আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল আমাদের পছন্দের তালিকায় রেখেছি।’

চার্লি পুথের বিখ্যাত ‘উই ডোন্ট টক এনিমোর’ গানে কণ্ঠ দিয়েছেন সেলেনা গোমেজ

সিলভার লাইন ইভেন্টস-এর মার্কেটিং বিভাগের তামজিদ আলম বলেন, ‘চার্লি পুথ বাদেও এই কনসার্টে আমরা দেশের আরও দুইজন সংগীতশিল্পীকে রাখতে চাচ্ছি। তাদের সঙ্গে কথাবার্তা চলছে। আশা করছি খুব শিগগিরই প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত সকল তথ্য সবাইকে জানিয়ে দিতে পারব।’

প্রসঙ্গত, মার্কিন গায়ক চার্লি পুথ একজন গীতিকার ও রেকর্ড প্রযোজক। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তার ‘সি ইউ এগেইন’ গান বিশ্বজুড়ে পরিচিত। গানটিতে তার সহশিল্পী ছিলেন মার্কিন র‍্যাপার উইজ খলিফা। এই গানটির জন্য তিনি একাধিক পুরস্কার জিতেছিলেন।

এছাড়াও ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘অয়ান কল এওয়ে’ এবং ‘উই ডোন্ট টক এনিমোর’ ছিল বিলবোর্ড হট ১০০ এর তালিকায় যথাক্রমে ১২ ও ৯ নম্বর স্থানে। এই দুটি গানও বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রধান উপদেষ্টার কাছে রোড ম্যাপ চেয়েছি

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোড ম্যাপ...

ইরানের পরমাণু স্থাপনায় হামলা করা উচিত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলকে ইরানের পরমাণু স্থাপনায় হামলা ক...

আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না

নিজস্ব প্রতিবেদক : ডিবিতে থাকবে না আয়নাঘর। থাকবে না কোনো ভাত...

পূজায় নিরাপত্তায় থাকবে ২ লাখ আনসার

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে দেশে...

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্ট...

উপস্থানায় আসছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস...

বজ্রপাতে দুই স্কুলছাত্র নিহত 

জেলা প্রতিনিধি : বগুড়ায় ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই স্কুলছা...

সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচি...

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্ট...

একদিনে ৩১ লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে প্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা