বিনোদন

ঈদের ওটিটিতে আলোচিত তিন কনটেন্ট

বিনোদন প্রতিবেদক

ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে নতুনের সমাহার। বাংলাদেশি দর্শকরা দেখতে পারেন, এমন তিনটি প্ল্যাটফর্মে যেসব কনটেন্ট মুক্তি পেয়েছে, সেগুলো নিয়েই এই আয়োজন-

মাইশেলফ অ্যালেন স্বপন ২

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিন্ডিকেট’ সিরিজ থেকেই মূলত ‌‘অ্যালেন স্বপন’ চরিত্রটি দর্শকমহলে আলোচিত। এরপর সেটি পূর্ণ মাত্রায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজে তুলে ধরেন নির্মাতা শিহাব শাহীন। এবার মুক্তি পাচ্ছে এর দ্বিতীয় কিস্তি।

অ্যালেন স্বপনের প্রথম কিস্তির শেষ দৃশ্যে দেখা গিয়েছিল, মুখ ঢাকা একজনের সঙ্গে কথা বলছেন স্বপন। কে সেই মুখ ঢাকা মানুষ? কেনই-বা স্বপনকে খুঁজছিলেন তিনি? এমন আরও কিছু প্রশ্নের জট খুলছে এবারের সিজনে। মুখ্য ভূমিকায় বরাবরের মতো থাকছেন অভিনেতা নাসির উদ্দিন খান।

অন্যদিকে, এই ফ্র্যাঞ্চাইজিতে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন গায়িকা জেফার রহমান। এ ছাড়াও রয়েছেন প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরাও। পাশাপাশি নতুন অভিনয়শিল্পীদেরও দেখা মিলবে।

জিম্মি

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘জিম্মি’। জয়া আহসান অভিনীত প্রথম সিরিজ এটি। এর আগে এই অভিনেত্রীকে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের শেষ পর্ব ‘বেসুরা’তে দেখা গেলেও, পূর্ণ মাত্রায় এবারই প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলেন তিনি। এটি পরিচালনা করেছেন ‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুণ।

সিরিজটির গল্প এগিয়েছে একজন নিম্নপদস্থ সরকারি কর্মচারীকে ঘিরে, যিনি এক দশকেরও বেশি সময় ধরে কোনো প্রমোশন পাননি। সংসারে টানাপোড়েন লেগেই আছে, যদিও তিনি উচ্চাকাঙ্ক্ষী। একদিন অফিসের স্টোররুমে বড় অঙ্কের টাকা ভর্তি একটি বাক্স খুঁজে পান সেই কর্মচারী। এরপরই তার জীবনে নেমে আসে এক অদ্ভুত সংকট। সেই টাকা তাকে কোন পথে নিয়ে যাবে? তিনি কি নিজের জীবন বদলে ফেলার সুযোগ কাজে লাগাবেন নাকি আরও গভীর সমস্যায় জড়িয়ে পড়বেন? সেই চিত্রই ফুটে উঠেছে সিরিজটির পর্দায়। এতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, প্রান্তর দস্তিদার, এরফান মৃধা শিবলু প্রমুখ।

হাউ সুইট

টিভি নাটকের মতো ওটিটি দুনিয়াতেও ইতিমধ্যে বাজিমাত করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি। এবার ঈদে তার পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে ‍মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। রোমান্স-কমেডি নির্ভর গল্পে জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।

ওয়েব ফিল্মটির টিজার-ট্রেলারে বিনোদনধর্মী একটি সিনেমার আভাস পাওয়া গেছে। যদিও গল্প সম্পর্কে তেমন আন্দাজ করা যায়নি। নির্মাতা মূলত এতে সিনেমাটির চুম্বক অংশ তুলে ধরেছেন। টিজারের শুরুতেই দেখা যায়, সদরঘাটে অপূর্ব। এরপরই ফারিণকে দেখা যায় দৌড় দিতে!

এতে অপূর্ব-ফারিণ ছাড়াও অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু প্রমুখ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পশ্চিমবঙ্গে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭

ভারতের পশ্চিমবঙ্গে আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত...

আওয়ামী লীগ নেতাদের চাঁদায় এনসিপির ব্যানারে ইফতার

খুলনার কয়রায় আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে সংগ্রহ করা চাঁদায় জাতীয় নাগরিক পার্ট...

‘দুই বছরের জন্য বিরাট কোহলি সিডনি সিক্সার্সের’!

মঙ্গলবার (১ এপ্রিল) দিনের শুরুটাই হলো বড় এক চমক দিয়ে। এক মুহূর্তের জন্য মনে হ...

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের দুই অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে...

মাইক্রোবাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা ও শিশুসহ ৩ ভ্যান যাত্রী নিহত

মেহেরপুরে ঈদের দিন সোমবার বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের ধাক্কায় শিশুসহ তিনজন...

মুক্তির দ্বিতীয় দিনে সুখবর এলো নিশোর সিনেমার

ঈদে মুক্তি পাওয়া ছয় সিনেমার একটি হচ্ছে ‘দাগি’। সিনেমাটির মাধ্যমে...

কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদ

কোপা দেল রে’র সেমি-ফাইনালের ফিরতি লেগের আসর বসেছিল রিয়াল মাদ্রিদের হোম...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‌বিভ্রান্তিকর বলল সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যখ...

ঘোড়ার গাড়িতে ইমামের রাজকীয় বিদায়, পেনশন পেলেন ৯ লাখ টাকা

টাঙ্গাইলের মির্জাপুরে নতুন কহেলা জামে মসজিদের ইমাম ও খতীবকে তিন যুগ ইমামতি শে...

গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১৮

ভারতের গুজরাটের একটি আতশবাজির কারখানা ও গোডাউনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জনে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা