সংগৃহীত
বিনোদন

অস্কারজয়ী ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা হামদান মুক্তি পেয়েছেন

বিনোদন ডেস্ক

অস্কারজয়ী তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর ফিলিস্তিনি সহপরিচালক হামদান বল্লাল মুক্তি পেয়েছেন। বসতি স্থাপনকারীদের আক্রমণের শিকার হওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী তাকে আটক করেছিল।

মঙ্গলবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওই তথ্যচিত্রের আরেক সহপরিচালক জুবাল আব্রাহাম লিখেছেন, ‘সারা রাত হাতকড়া পরিয়ে সামরিক ঘাঁটিতে মারধরের পর অবশেষে হামদান বল্লালকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি নিজ বাড়িতে পরিবারের কাছে ফিরে যাবেন।’

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, তাদের সাংবাদিকেরাও বল্লাল ও আরো দুই ফিলিস্তিনিকে অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি কিরিয়াত আরবাতের পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসতে দেখেছেন।

এপি জানিয়েছে, বল্লালের মুখে আঘাতের চিহ্ন এবং পোশাকে রক্তের দাগ ছিল।

বল্লাল বলেন, আমাকে একটি সেনাঘাঁটিতে আটকে রাখা হয়েছিল এবং একটি বরফশীতল এসির নিচে ঘুমাতে বাধ্য করা হয়েছিল। তিনি এপিকে আরো বলেন, ২৪ ঘণ্টা আমার চোখ বেঁধে রাখা হয়েছিল। সারা রাত আমি ঠান্ডায় কাঁপছিলাম। একটি ঘরে রাখা হয়েছিল। কিন্তু সেখানে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না...আমাকে নিয়ে সেনাদের হাসাহাসি করতে শুনেছি।

হামদান বল্লালসহ ওই তিন ব্যক্তির আইনজীবী লিয়া সেমেল বলেন, আক্রমণের শিকার হওয়ার পর তাদের যৎসামান্য চিকিৎসাসেবা দেওয়া হয়েছিল। গ্রেপ্তারের পর কয়েক ঘণ্টা পর্যন্ত ওই আইনজীবীকে তাদের কাছে যেতে দেওয়া হয়নি। তিনি এর আগে বলেছিলেন, ওই তিনজনের বিরুদ্ধে এক তরুণ বসতি স্থাপনকারীর ওপর পাথর ছুড়ে মারার অভিযোগ আনা হয়েছিল। তবে তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।

বল্লাল এবং ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের অন্যান্য পরিচালক চলতি মাসের শুরুতে লস অ্যাঞ্জেলেসে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে উঠেছিলেন। সেখানে সেরা তথ্যচিত্র বিভাগে অস্কার জিতেছিল ছবিটি। ওই তথ্যচিত্রে ইসরায়েলি দখলদারির অধীন জীবনসংগ্রামের নানা দিক উঠে এসেছে।

গত সোমবার সন্ধ্যায় অধিকৃত পশ্চিম তীরের সুসিয়া গ্রামের মুসলিমরা যখন ইফতার করছিলেন, তখন প্রায় দুই ডজন বসতি স্থাপনকারী সেখানে হামলা চালায়। হামলাকারীদের মধ্যে কয়েকজন মুখোশ পরে ছিলেন। কারো হাতে বন্দুক ছিল। আবার কারো গায়ে সামরিক বাহিনীর পোশাক ছিল।

স্থানীয় বাসিন্দারা এপিকে জানিয়েছেন, বসতি স্থাপনকারীরা যখন ফিলিস্তিনিদের দিকে অব্যাহত পাথর ছুড়ছিল, তখন সেখানে ইসরায়েলি সেনারা উপস্থিত হন এবং ফিলিস্তিনিদের দিকেই বন্দুক তাক করেন।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হামলার জন্য জবাবদিহির আহ্বান জানিয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীমঙ্গলে এক ডিম নিলামে ২২ হাজার টাকায় বিক্রি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ডিম ২২ হাজার টাকায় বি...

ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন যে তথ্য দিলেন ফরেনসিক বিশেষজ্ঞ

ডিয়েগো মারাডোনার মৃতদেহের অবস্থা দেখে মনে হয় তিনি...

রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৭৩ মিলিয়ন বা সাত দশমিক...

মিয়ানমারে ভূমিকম্পে ধসে পড়ল সেতু-ভবন, রাস্তায় ফাটল

মিয়ানমারের মধ্যাঞ্চলে শুক্রবার (২৮ মার্চ) দুপুরে...

শান্তি-স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা চান প্রধান উপদেষ্টা

শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরো...

রাশমিকা সালমানকে কী মনে করিয়ে দেন?

ঈদুল ফিতরে আসছে বলিউডের ভাইজান সালমান খানের নতুন ছ...

বড় ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশও, ফায়ার সার্ভিসের সতর্কতা

মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও বড় ধরনের ভূ...

আর্জেন্টিনার কাছে হারের পর দরিভালকে বরখাস্ত করেছে ব্রাজিল

কানাঘুষা চলছিল আর্জেন্টিনার সঙ্গে হওয়া ম্যাচের পর...

বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তিন ভাইয়ের

বরগুনার পাথরঘাটায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবা...

ভূমিকম্পে মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়ালো

দক্ষিণ-পূর্ব এশিয়ার আট দেশে শুক্রবার (২৮ মার্চ) আঘ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা