কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের তিন শিক্ষার্থী নিহতের খবর গুজব বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মোল্লা কলেজে হামলা করতে আসা কোনো শিক্ষার্থীও মারা যায়নি বলেও এসময় জানানো হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে মোল্লা কলেজের ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষক আব্দুল্লাহ আল মানিক এ তথ্য জানান। তিনি বলেন, ‘কোনো কলেজের কোনো শিক্ষার্থী মারা যায়নি। আমাদের কাছে মারা যাওয়ার কোনো তথ্য নেই। মারা গেলে লাশ থাকবে। সেই লাশগুলো কোথায়? এটা গুজব ছড়ানো হচ্ছে। কলেজের অন্যান্য শিক্ষকদের কাছে জানতে চাইলেও একই কথা জানান তারা।’
তবে মোল্লা কলেজের এক শিক্ষার্থী শাহরিয়ার ফাহাদ দাবি করেন, তাদের তিন সহপাঠী মারা গেছেন। এমন তথ্য কে নিশ্চিত করলো, জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি তিনি। নিহতদের নামও জানাতে পারেননি। এর আগে, দুপুরে কলেজের আরেক শিক্ষার্থী দাবি করেন, তাদের এক সহপাঠী মারা গেছে। তিনিও নিহতের পরিচয় দিতে পারেননি।
আজ দুপুরে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা-ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে দাবি করে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানানো হয়। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.
আমার বাঙলা/এসএইচ