চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তার মরদেহের পাশে ‘I am sorry i failed is a human’ লেখা একটি চিরকুট পাওয়া গেছে। তাজরিয়ান আহমেদ সোয়ারা নামের ওই শিক্ষার্থী ২০২১-২২ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
শুক্রবার (১ নভেম্বর) ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে একটি ফ্ল্যাট বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন।
তিনি বলেন, খোঁজ পেয়ে আমরা ফ্লাটে এসে দেখি তাজরিয়ান আহমেদ সোয়ারা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পুলিশ ও প্রক্টরিয়াল বডির তদারকিতে তার মরদেহ থানায় পাঠানো হচ্ছে। তার পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, বাবা-মায়ের মধ্যে সম্পর্কের ফাটলের কারণে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমরা ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছি। হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি। সুইসাইড নোটটি সেদিকেই ইঙ্গিত করে।
আমার বাঙলা/আরইউ