নজরুল ইসলাম, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের আয়োজিত ৩ দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান সম্পন্ন হয়েছে। দীক্ষায় সংগঠনটির ২৫ জন সহচর অংশ নেন।
শুক্রবার (২৪ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আমবাগানে ক্রু-মিটিং এর মধ্য দিয়ে এটি শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রোভার স্কাউট লিডার অধ্যাপক ড. আমিনুল ইসলাম, সংগঠনটির ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী, সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ, কোষাধ্যক্ষ দিদারুল ইসলাম রাসেল, দফতর সম্পাদক আবু তালহা আকাশ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আজাদ, গ্রন্থাগার ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক কুলসুম আক্তারসহ অন্যান্য রোভারবৃন্দ।
এ সময় রোভার খন্দকার আবু সায়েমের পরিচালনায় উক্ত ক্রু-মিটিংয়ে প্রায় অর্ধশতাধিক সহচর অংশগ্রহণ ও দীক্ষা গ্রহণ করেন।
ইউনিট কাউন্সিল সভাপতি মুসা হাশেমী বলেন, নবীন রোভাররা আজ দীক্ষা গ্রহণের মাধ্যমে স্কাউট আন্দোলনের সাথে নিজেকে যুক্ত করলেন। এ আন্দোলন তাদের আদর্শ নাগরিক ও দেশ গড়ার কারিগর হিসেবে পরিণত করবে।
অধ্যাপক ড. আমিনুল ইসলাম বলেন, যারা আজ দীক্ষা গ্রহণের মাধ্যমে স্কাউট আন্দোলনের সাথে সম্পৃক্ত হচ্ছেন তারা এ দীক্ষাকে মন থেকে লালন করবেন এবং এ দীক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবেন।
এবি/এইচএন