নিজস্ব প্রতিবেদক: ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা কবে থেকে শুরু হবে, তা বুধবার (১০ জানুয়ারি) বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঐদিন পিএসসির ওয়েবসাইটে পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে।
সোমবার (৮ জানুয়ারি) পিএসসির কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
তারা বলেন, ২০ জানুয়ারির পর থেকে যেকোনো দিন লিখিত পরীক্ষা শুরু হতে পারে। তবে জানুয়ারির ২৩ থেকে পরীক্ষা শুরুর সম্ভাবনা বেশি।
পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেছেন, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি যেকোনো সময় প্রকাশ করা হবে। তবে ২০ জানুয়ারির পর যেকোনো দিন লিখিত পরীক্ষা শুরু হতে পারে। বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ সময়সূচি দেওয়া থাকবে।
৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৩ সালে ১৯ মে। এই পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। তার মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে চিকিৎসা ক্যাডারে মোট ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। তারপর সবচেয়ে বেশি নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে।
এবি/এইচএন