ফেনীতে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বিকেলে ফেনী আলিয়া কামিল মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় বৃক্ষের গুরুত্ব, বন, বন্যপ্রাণি, পাহাড়-টিলার গুরুত্ব এবং জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অর্ধশতাদিক শিক্ষার্থী অংশ নেয়।
বিচারকের দায়িত্ব পালন করেন ফেনী আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস মোশাররফ হোসেন, সহকারি শিক্ষক আহম্মদ কবির, ফাজিলপুর মুজিবিয়া ইসলামিয়া আলিম মাদরাসার আরবি প্রভাষক মোহাম্মদ মাঈন উদ্দিন।
এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন, জাহানারা ইয়াসমিনসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে ফেনী আলিয়া কামিল মাদ্রাসায়র দশম শ্রেণির শিক্ষার্থী আবদুল্লাহ আল মাশরাফি, দ্বিতীয় হয়েছে নবম শ্রেণির শিক্ষার্থী নুর মোহাম্মদ নিরব, তৃতীয় হয়েছে ফাজিলপুর মুজিবিয়া আলিম মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ আব্দুল হক রায়হান।
আমারবাঙলা /ইউকে