অপরাধ

ছিনতাইকারী ও ডাকাত ধরতে বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনশ্রীতে সোনা ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনার পর সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। তবে বনশ্রীর যে ঘটনা ঘিরে এই অভিযান জোরদার হলো, সে ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। উদ্ধার হয়নি লুট হওয়া স্বর্ণালংকার।

এদিকে ছিনতাইকারী, ডাকাত ও চোর ধরতে সারা দেশে বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। তবে এরপরও ছিনতাই, ডাকাতি ও চুরির ঘটনা ঘটছে। গত মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষাসফরের চারটি বাস ডাকাতির কবলে পড়েছে। এ ছাড়া আরও বেশ কয়েকটি স্থানে ছিনতাই ও ডাকাতির খবর পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের বিশেষায়িত বিভিন্ন ইউনিট সাঁড়াশি অভিযানে অংশ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে সারা দেশে ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সময়ে শুধু রাজধানীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ২৯ জন ডাকাত, ২৮ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৬ জন চাঁদাবাজ এবং ১০ জন চোরকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।

গত দুই দিনে রাজধানীর বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ ৫১ জন গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের পাশাপাশি বিভিন্ন এলাকায় স্থানীয় মানুষ ছিনতাইকারী ও ডাকাত চক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। এই কাজ করতে গিয়ে রাজধানীর মোহাম্মদপুর, উত্তরাসহ বিভিন্ন এলাকায় গণপিটুনির ঘটনাও ঘটছে।

গত মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। একই রাতে উত্তরা পশ্চিম থানা এলাকার বিএনএস ভবনের সামনে ছিনতাইয়ের অভিযোগে দুজনকে গণপিটুনি দিয়ে উল্টো করে পদচারী–সেতুতে ঝুলিয়ে রাখা হয়। তাঁরা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

চলতি মাসের শুরু থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হতে থাকে। ১৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনা ঘিরে তা নতুনভাবে আলোচনায় আসে।

এই ঘটনার এক সপ্তাহের মধ্যে রাজধানীসহ বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতির অনেকগুলো ভিডিও এবং খবর ছড়িয়ে পড়ে। সর্বশেষ রোববার দিবাগত রাতে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটে।

বনশ্রীর ছিনতাইয়ের ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ওঠে। পরদিন থেকে শুরু হয় সাঁড়াশি অভিযান। কেবল রাজধানীতেই গত ২৪ ঘণ্টায় ৫০টি থানা এলাকায় ৫০০টি টহল দল দায়িত্ব পালন করে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, তল্লাশিচৌকি ও টহল বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে। এ ক্ষেত্রে ছিনতাই-ডাকাতির মতো অপরাধ দমনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে অভিযান জোরদারে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও আতঙ্ক ও ক্ষোভও রয়েছে। বনশ্রীতে অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ার হোসেনের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

খিলগাঁও, সবুজবাগ, রামপুরা ও শাহজাহানপুর এলাকার জুয়েলারি মালিক সমিতির সভাপতি মো. ইয়াকুব বলেন, পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। ব্যবসায়ীরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ডিএমপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ৬৫টি তল্লাশিচৌকি পরিচালনা করা হয়েছে। অপরাধপ্রবণ স্থানে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) ১৪টি, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং ডিএমপির সঙ্গে র‍্যাবের ১০টি টহল দল দায়িত্ব পালন করে। এ ছাড়া ডিএমপির চেকপোস্টের পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন রাজধানীতে ২০টি চেকপোস্ট পরিচালনা করে।

তবে অপরাধবিশেষজ্ঞরা বলছেন, সমালোচনার মুখে অভিযান জোরদার করলেই সংকট কেটে যাবে, তা নয়। অভিযানের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যেসব অপরাধীকে ধরা হচ্ছে, তাদের ওপরও নজরদারি রাখতে হবে। গণপিটুনিও বন্ধ করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক বলেন, অপরাধ মোকাবিলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো অপরাধীর জন্য অনুকূল পরিবেশ না রাখা। এ জন্য অপরাধীদের ধরার পাশাপাশি খেয়াল রাখতে হবে, যেন তারা আবার অপরাধে জড়াতে না পারে। মানুষের মনে স্বস্তি ফেরাতে ছিনতাই-ডাকাতির মতো অপরাধ দমনে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে স্থায়ী অপরাধ প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে হবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য মৌলভীবাজারকে অনুসরণ করা যেতে পারে মন...

লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন লেগে পুড়ে গেছে ব...

তিন মাসে পোশাক রপ্তানি বেড়েছে ১৮ শতাংশ

গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্ব...

ড. ইউনূসের কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান

উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে জুলাই আন্দোলনে আহতরা অন্তর্বর্তী...

‘ছয় মাসে ইকোনমি যে অবস্থায় কামব্যাক করেছে তা মিরাকল’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশ...

‘ছাবা’ চলাকালিন প্রেক্ষাগৃহে আগুন!

সিনেমা হলে ছবি চলতে চলতে পর্দায় আগুন লাগার ঘটনা দেখল ভারতের নয়া দিল্লি। বুধবা...

আইপিএল খেলতে বিশ্রাম, জবাব দিলেন স্টার্ক 

মূল দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসতে পারেনি অস্ট্রেলিয়া। ব্যক্তিগত কারণ দেখি...

৯ ইউপি সদস্যকে মারধর, পরিষদ থেকে তাড়িয়ে দিলেন বিএনপি নেতারা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা একটি ইউনিয়ন পরিষদের ৯ সদস্...

সভাপতিসহ ৯ পদে আ.লীগ ও ৫টিতে বিএনপিপন্থিদের জয়

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৫-২০২৬) ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগ...

পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত বিজিবি সদস্যদের মানববন্ধন 

বিগত ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত স্বৈরাচারী সরকারের আমলে অন্যায় ভাবে চাকরিচ্যুত সক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা