নিজস্ব প্রতিনিধি: রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৬ জনকে গ্রেফতার করেছে।
শনিবার (৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।
ডিএমপি সূত্রে, শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৬ টা থেকে আজ শনিবার সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
এ সময় আসামিদের নিকট থেকে ১০ হাজার ২৫৫ পিস ইয়াবা, ১৭ কেজি ১০ গ্রাম গাঁজা, ৮ গ্রাম ৩১৪ পুরিয়া হিরোইন, ১৫ টি ইনজেকশন ও ১২ লিটার দেশি মদ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০ টি মামলা দায়ের করা হয়েছে।
এবি/এইচএন