অপরাধ

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ইএসকেএল’র চুক্তি বাতিল

মালয়েশিয়া প্রতিনিধি

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাবেক ফ্যাসিস্ট সরকারের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ও তার ভাই নিক্সন চৌধুরীর পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে মালয়েশিয়ায় পরিচিতি পাওয়া, ই-পাসপোর্ট ও স্থানীয়দের ভিসা সেবা দানকারী বেসরকারি প্রতিষ্ঠান এক্সপাট সার্ভিসেস কোয়ালালামপুরের (ইএসকেএল) সকল চুক্তি বাতিল করেছে সরকার। বাংলাদেশ হাইকমিশন থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে এক্সপাট সার্ভিসেসের যে চুক্তি স্বাক্ষরিত হয় তা বাতিল করা হলো।

চুক্তির ধারা ৮ (বি) অনুযায়ী চুক্তি বাতিলের তিন মাসের নোটিশ প্রদান করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাংলাদেশ সরকারের এ সিদ্ধান্ত চূড়ান্ত উল্লেখ করে আরো তথ্যের জন্য দূতাবাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্যও বলা হয়।

উল্লেখ্য, মালয়েশিয়ায় প্রবাসীদের ই-পাসপোর্ট এবং এনআইডি সেবা দিত এক্সপাট সার্ভিসেস কুয়ালালামপুর (ইএসকেএল)।

অভিযোগ আছে, ইএসকেএল মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট সেবা দেওয়ার ক্ষেত্রে কোনোরকম নিয়মনীতির তোয়াক্কা করত না। দরপত্র ছাড়াই ই-পাসপোর্ট, ভিসা প্রসেসিং, এনআইডি ও ট্রাভেল পাসের মতো স্পর্শকাতর কাজের দায়িত্ব নিয়ে নিত কোম্পানিটি।

জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে ভিডিও কলের মাধ্যমে কোম্পানিটির উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। অথচ ই-পাসপোর্ট ও ভিসা, এনআইডি, ট্রাভেল পাস সংক্রান্ত সেবাদানের পূর্ব কোনো অভিজ্ঞতাই ছিল না কোম্পানিটির।

সংশ্লিষ্ট ভুক্তভোগী অনেকে জানান, নির্বিঘ্নে সেবা দেওয়ার কথা থাকলেও রেমিট্যান্স যোদ্ধারা সেবা নিতে গিয়ে ভাড়া করা বাউন্সার ও সিকিউরিটি গার্ডদের দ্বারা মারধরসহ নানা হয়রানির শিকার হয়েছেন প্রতিনিয়ত।

এদিকে ইএসকেএলের দুর্নীতির খবর দৈনিক আমার বাংলাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর তা আমলে নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে দ্রুত ইএসকেএলের সঙ্গে সকল ধরনের চুক্তি বাতিলের ব্যবস্থা গ্রহণ করতে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনকে বলে মন্ত্রণালয়।

জানা যায়, ‘গুডবাই দালাল ভাই’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা ইএসকেএল নিজেরাই গড়ে তোলে বিশাল এক দালালচক্র। সেবাপ্রত্যাশীদের এপয়েনমেন্ট নিয়ে সেবা নেওয়ার আহ্বান জানালেও অতিরিক্ত অর্থের বিনিময়ে কোনোরকম এপয়েনমেন্ট ছাড়াই পেছনের লিফট দিয়ে ভেতরে গিয়ে সেবা পেতেন অনেকে।

এদিকে দালালচক্রের গডফাদার হলেন প্রতিষ্ঠানটির ব্রান্ডিং অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা আরমান পারভেজ মুরাদ। এমনকি ১০ রিঙ্গিতের মোবাইল ফোন সিম ৩০ রিঙ্গিতে বিক্রি করারও অভিযোগ ছিল সেবাপ্রত্যাশী প্রবাসীদের কাছে।

এক বছরের চুক্তি পাওয়া ইএসকেএলের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ২২ সেপ্টেম্বরে। নতুন করে চুক্তি নবায়নের জন্য ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর নানা জায়গায় নিজেই দেন দরবার করেন। তিনি আগামী পাঁচ বছরের জন্য ইএসকেএলের চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে চিঠিও পাঠান।

অভিযোগ রয়েছে, খোরশেদ আলম খাস্তগীর ইএসকেএলকে চুক্তির বাইরে এনআইডির সেবা দেওয়ার কাজও পাইয়ে দেন। ইএসকেলের কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর।

অভিযোগ আছে, ইএসকেএলের নামে দেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাচার করা হয়েছে। ইএসকেএলের অনিয়ম নিয়ে বিগত সরকারের আমলে প্রতিবাদ করেছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের নেতা আলহাজ মকবুল হোসেন মুকুল। যার ফলশ্রুতিতে তাকে নোংরা ভাষায় গালিগালাজ করে ইএসকেএল থেকে নজর সরিয়ে নিতে নির্দেশ দেন সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিটিভির ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’তে সাংবাদিক আহমেদ তেপান্তর

বাংলাদেশ টেলিভিশনের ‘প্যাকেজ প্রিভিউ কমিটি&r...

গজারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান

পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি গজার...

কামড়ে মিলবে সোনার ছোঁয়া, বিশ্বের দামি বার্গার হতে চলেছে এটি

ছোট একটি বার্গার, যার দাম প্রায় পাঁচ লাখ টাকা! অব...

‘প্রধানমন্ত্রী হিসেবে ঢাকায় ল্যান্ড করবেন হাসিনা, সরকার তাকে স্যালুট জানাবে’

গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে...

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ...

সোনার বর্ধিত দাম আজ থেকে কার্যকর

মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারো সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়ে...

সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই

একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়া...

গাজীপুরে ট্রাক ও কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তায়...

ট্রাম্পের শপথের আগেই পদত্যাগ করবেন এফবিআই প্রধান 

আগামী বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট...

গাজায় নিহত আরো ১৯, মৃত্যু ছাড়াল ৪৪ হাজার ৮০০

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় আরো ১৯ জন নিহত হ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা