সংগৃহীত
অপরাধ

আজিমপুরে ডাকাতির সময় অপহৃত সেই শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতির সময় অপহরণ করা সেই শিশু কন্যাকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অপহরণকারীকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটির না জাইফা।

শনিবার (১৬ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর সাড়ে ১২টায় কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে লালবাগ টাওয়ারের পাশে সরকারি কর্মকর্তা ফারজানা আক্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ফারজানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন। স্বামী ও সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন তিনি।

জানা যায়, ডাকাতদলে একজন নারী ও দুজন পুরুষ ছিলেন। তারা বাসা থেকে নগদ দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক নারী ও দুজন পুরুষ ওই বাসা থেকে শিশুসহ কিছু মালামাল নিয়ে যাচ্ছেন। তবে দুর্বৃত্তদের চেহারা পরিষ্কার বোঝা যাচ্ছে না।

এ ঘটনার পরপরই পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসীমউদ্দীন গণমাধ্যমকে জানান, ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা একটি বাচ্চাকেও নিয়ে গেছে। শিশুটির মা সরকারি চাকরি করেন, তারা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। এ বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে ঘটনার পর ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভুক্তভোগী ফারজানার এক সহকর্মী পোস্টে লিখেন, শুক্রবার আজিমপুর মেডিক্যাল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলিতে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।

জানা গেছে, সপ্তাহখানেক আগে ফারজানা আক্তারের সঙ্গে বাসে পরিচয় হয় ওই নারীর। এরপর বৃহস্পতিবার রাতে ওই নারী সাবলেট হিসেবে উঠেছিলেন ওই বাসায়। সকালে ওই নারীর কাছে আসা কয়েকজন ব্যক্তি বাসা থেকে বিভিন্ন মালামালের সঙ্গে আট মাস বয়সী কন্যাশিশুকে নিয়ে যান।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা সিটি কলেজ

অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা...

আলু-পেঁয়াজের দামে অস্বস্তি

আলু আর পেঁয়াজ, প্রয়োজনীয় এই দুই পণ্যের দাম কমার ক...

১০ বছরের জন্য নিষিদ্ধ সাবেক লঙ্কান ক্রিকেটার

২০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দুই মাসও পার হয়নি, এবার যোগ হলো আরও ১০ বছর। শ্রী...

ঝিনাইদহে মাদ্রাসার ছাত্রকে পানিতে ডুবিয়ে হত্যা

ঝিনাইদহে সাফওয়ান (৬) নামে এক মাদ্রাসার ছাত্রকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে।...

কেনেডিকেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেন ট্রাম্প

টিকাবিরোধী ও চিকিৎসাশাস্ত্রে ষড়যন্ত্রের তাত্ত্বিক...

নবান্ন উৎসব শুরু

আজ ১ অগ্রহায়ণ। নবান্ন উৎসবে মেতেছে বাংলাদেশ। শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭ট...

চা শ্রমিকরা আড়াই মাস ধরে বেতন পান না

রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির অধীন চা বাগানের শ্রমিকরা আড়াই মাস...

রোনালদোর জোড়া গোল, কোয়ার্টার-ফাইনালে পর্তুগাল

এক ম্যাচ পর আবারো জালের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সফল স্পট কিকের পর শে...

ঈগল ১০ হাজার ফুট উপর থেকে শিকার দেখতে পায়

ঈগল একটি শিকারি পাখিই নয়, এটি শক্তি ও সাহসের প্রতীক। এই পাখিকে যুক্তরাষ্ট্র,...

সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম আর নেই

দেশের ১৮তম প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ইন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা