নুসরাত জাহান ঐশী : মানিকগঞ্জের সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সদর উপজেলার পুটাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাং শিমুলিয়া এলাকার আঃ জব্বারের ছেলে মতিয়ার রহমান (২৮), সাং বাড়াই ভিকরা এলাকার মোঃ জমশের খানের ছেলে মোঃ ইমন খান (২২) ও একই এলাকার মৃত ওয়াজউদ্দিনের ছেলে দোয়াত আলী (৭২)।
ডিএনসি জানিয়েছে, অভিযানকালে আসামি মতিয়ার রহমানের নিজ বসতঘরে তার দেহ তল্লাশি করে ১২ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৩৫। গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে আসামি মোঃ ইমন খানকে নিজ বসতঘরে গাঁজা সেবনরত অবস্থায় ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এছাড়া আসামি দোয়াত আলীকে তার বসতঘর থেকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
আসামিদের বিরুদ্ধে মানিকগঞ্জের সদর থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। মোবাইল কোর্টে দণ্ডিত আসামিদের জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।
এবি/এইচএন