সংগৃহিত
অপরাধ

রাজধানীতে শিশু অপহরণ, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ২ বছরের এক শিশুকে অপহরণের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (২৭ মার্চ) কুমিল্লার লালমাই ও বরুড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সুলতানা আক্তার ওরফে নেহা (২২), সাইফুল ইসলাম (২৭) ও শাহজাহান (৩৪)।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ডিবির রমনা বিভাগের ডিসি হুমায়ুন কবির ৩ জনকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সুলতানা আক্তার ওরফে নেহা রাজধানীর বিভিন্ন এলাকায় শিশু বাচ্চা চুরি করার উদ্দেশ্যে ঘুরে বেড়ায় এবং অভিভাবক ছাড়া ছোট বাচ্চা পাওয়া মাত্রই তাদের চিপস্, আইসক্রিম ও চকলেট দিয়ে কৌশলে অপহরণ করে নিয়ে যায়।

গত ২১ মার্চ সকালে হাজারীবাগের ঝাউচর এলাকার রিকশাচালক নুরুল ইসলাম বেরিয়ে যায়। বিকেলে মেয়ে তাবাসসুমের সঙ্গে শিশু তাওসীন বাসার সামনে খেলা করতে যায়। এ সময় তার স্ত্রী বাসায় রান্না করছিলেন। খেলা করার সময় তার শাশুড়ি লুৎফুন নাহার পাশে ছিলেন।

হঠাৎ বোরকা পরা এক নারী তাকে জিজ্ঞাসা করেন, ‘এই বাচ্চা দুটি কার। তিনি বলেন ‘নাতি-নাতনি’। তারপর ওই নারী চলে গেলে বাচ্চাদের খেলা করা অবস্থায় রেখে তার শাশুড়ি বাসায় যায়।

এই সুযোগে ওই নারী বাচ্চাদের হাতে দুটি চিপসের প্যাকেট দেয় এবং শিশু তাওসীনকে কোলে করে নিয়ে ওই নারী ঝাউচর মূল সড়কের দিকে যায়।

এ সময় অপর শিশু তাবাসসুম কেঁদে কেঁদে বাসায় গিয়ে তার মাকে জানায়, তাওসীনকে একজন মহিলা নিয়ে যাচ্ছে। এ কথা শুনে নুরুলের স্ত্রী দ্রুত বাসার বাইরে গিয়ে ছেলে ও ওই নারীকে খুঁজতে থাকেন। না পেয়ে পরে এলাকায় মাইকিং করেন। কিন্তু কোনো খোঁজ পাওয়ায় তারা হাজারীবাগ থানায় একটি মামলা করেন।

ডিবির এই কর্মকর্তা জানান, বোরকা পরা সুলতানা আক্তার ওরফে নেহা শিশুটিকে শাহজাহান নামে একজনের কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেন। তাকে গ্রেফতারের সময় সাড়ে ২৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক বসালো যুক্তরাষ্ট্র

দেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার, বিশেষ করে তৈরি পোশাকের বড় রপ্তানিকারক দেশ...

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা

প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ।...

তিন জেলায় চার শিশু ধর্ষণের শিকার

রাজধানী ঢাকার দারুসসালাম ও মুগদা, ময়মনসিংহের মুক্তাগাছা এবং কিশোরগঞ্জের ভৈরবে...

পর্যটন কেন্দ্র লোকে লোকারণ্য

রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরবতা। ঈদের দিন থেকে...

দুর্ঘটনার হটস্পট চুনতি জাঙ্গালিয়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া যেন এক মৃত্যুকূ...

ট্রাম্পের শুল্কনীতি বাংলাদেশের পোশাক শিল্পে বড় ধাক্কা: রয়টার্স

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের মোট রপ্তানি আয়ের...

এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত যাওয়ার যোগ্য: মিয়ানমার

কক্সবাজারে আশ্রয় নেওয়া তালিকাভুক্ত আট লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে এক লাখ ৮...

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে পরীমনির বিরুদ্ধে জিডি

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিতে গৃহ...

সিদ্দিক কবিরাজের এক খিলি পানের দাম ১৫৭৫ টাকা

রাজশাহীর ঈদ মেলায় বাঘা দরগা শরিফের গেটের সামনে সিদ্দিক কবিরাজের (৫৭) পানের দো...

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুললেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা