‘নওমুসলিম রবিউলকে না খেয়েই রোজা রাখতে হচ্ছে’-এমন শিরোনামে গত ১৩ মার্চ একটি সংবাদ প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। সেই সংবাদের পর রবিউল পেয়েছেন সহায়তা। সোশ্যাল প্ল্যাটফর্মের বন্ধুদের থেকে অর্থ সংগ্রহ করে তাকে সহায়তা করেছেন সমাজকর্মী মামুন বিশ্বাস। আর এতেই রবিউলের মুখে ফুটেছে হাসি।
৬৫ বছর বয়সি রবিউল ইসলাম সিরাজগঞ্জের এনায়েতপুর থানা সদরের অদূরে গোয়াইল বাড়ি মসজিদ সংলগ্ন রাস্তার পাশে টং দোকানে থাকেন।
সংবাদটি সমাজকর্মী মামুন বিশ্বাসের দৃষ্টিগোচর হলে তিনি রবিউলের খোঁজ নেন। সোমবার (১৭ মার্চ) দুপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল কমপ্লেক্সের শপিং মলে নিয়ে যান। সেখানে কেনাকাটাসহ প্রায় ৫০ হাজার টাকার সহায়তা তুলে দেওয়া হয় এ নওমুসলিমের হাতে।
মামুন বিশ্বাস বলেন, ‘হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণকারী রবিউলের অসহায়ত্বের কথা একটি দৈনিকের মাধ্যমে জানতে পারি। পরে দেশি-বিদেশি ফেসবুক বন্ধুদের কাছ থেকে মোট ৪৭ হাজার ৩০০ টাকা উঠে। সেই টাকায় রবিউলকে দুটি পাঞ্জাবি, ফতুয়া, জুতা, লুঙ্গিসহ খাদ্যদ্রব্য কিনে দেওয়া হয়।
রবিউল ইসলাম বলেন, ‘খাবার, নতুন পোশাক ও নদগ অর্থ পেয়ে অনেক খুশি হয়েছি। মনে হচ্ছে, আজ আমার ঈদের দিন। জীবনের শেষ ইচ্ছে, যদি পবিত্র হজ পালন করতে পারতাম।’
আমারবাঙলা/জিজি