সংগৃহীত
সারাদেশ

খানজাহান আলী মাজারের দিঘিতে কুমির ছাড়ার দাবি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী মাজার দিঘিতে অস্তিত্ব সংকটে পড়েছে মিঠা পানির কুমির। প্রায় ৬০০ বছর ধরে বংশ পরম্পরায় দিঘিতে বিচরণ করে আসা মিঠা পানির কুমির না থাকায় দর্শনার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। পাশাপাশি সঙ্গী খুঁজতে দিঘির কুমির লোকালয়ে আসছে প্রায়শই। একবার নয় প্রায় ৯০ বার দিঘির কুমির লোকালয়ে এসেছে। দিঘির ঐতিহ্য ধরে রাখতে দ্রুত মিঠা পানির কুমির ছাড়ার দাবি জানিয়েছেন খাদেম ও দর্শনার্থীরা।

প্রায় ২০০ একর আয়তনের বিশাল বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.) মাজার দিঘি। দিঘিটি আধ্যাত্মিক সাধক ধর্মপ্রচারক ও সমর নায়ক হজরত খানজাহান আলী (রহ.) খনন করার পর যাতে কেউ দিঘির সুপেয় পানি নষ্ট করতে না পারে সেজন্য দিঘিতে এক জোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয়। সেই থেকেই বংশ পরম্পরায় দিঘিতে এই কুমির বসবাস করে আসছে। বয়স্কজনিত কারণে শতবর্ষী কালাপহাড় ও ধলাপাহাড় নামের কুমির দুটি মারা যায়। এরমধ্যে ২০০৫ সালে ২৪ জুন ভারতের মাদ্রাজ থেকে আনা ছয়টি মিঠা পানির কুমিরের মধ্যে চারটি দিঘিতে ছাড়া হয়। এরমধ্যে দিঘির পাড়ের অসাধু ব্যক্তিদের অত্যাচারে তিনটি মারা যায়। মাত্র একটি কুমির বেঁচে থাকায় কুমিরটি সঙ্গী না পাওয়ায় রাতের আধারে দিঘির আশপাশে বিভিন্ন বাড়ির পুকুরে চলে যায়।

সবশেষ ১৮ ফেব্রুয়ারি রাতে আধা কিলোমিটার দূরে খোন্দকার বাড়ির পুকুরে চলে যায়। এরপর খাদেমরা খবর পেয়ে কুমিরটি উদ্ধার করে পুনরায় দিঘিতে ছেড়ে দেয়।

এদিকে প্রাকৃতিকভাবে কুমির হিংস্র প্রজাতির প্রাণী হলেও দরগার কুমির ছিল এর বিপরীত। দর্শনার্থীরা গায়ে হাত বুলিয়ে অনেক সময়ে নিজ হাতে মুখের মধ্যে খাদ্য ঢুকিয়ে দিলেও কুমির কখনো হিংস্রতা দেখায়নি। এ কারণে দেশ-বিদেশের অনেক দর্শনার্থী মাজার জিয়ারত শেষে দিঘির কুমির দেখে ও স্পর্শ করে মুগ্ধ হতেন। তবে দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা বর্তমানে কুমিরের দেখা না মেলায় বেশি সময় মাজার এলাকায় থাকছেন না।

রাজশাহী থেকে আসা দর্শনার্থী মো. আরিফুল ইসলাম বলেন, আমরা পরিবার নিয়ে এসেছি, মাজার জিয়ারত করেছি। দিঘির কুমির ছুঁয়ে দেখার ইচ্ছা ছিল, কিন্তু সেটি সম্ভব হলো না। ছোটবেলায় এসেছিলাম, তখন কুমির দেখেছি। এখন সেটি না দেখে মন খারাপ লাগছে।

খুলনা থেকে বন্ধুদের নিয়ে ঘুরতে আসা শিক্ষার্থী সাদিয়া রহমান বলেন, ছোটবেলা থেকে দিঘির কুমির দেখার গল্প শুনেছি, কিন্তু বাস্তবে এসে কিছুই দেখতে পেলাম না। এটি দিঘির ঐতিহ্যের অংশ, কর্তৃপক্ষের কাছে অনুরোধ দ্রুত এই দিঘিতে কুমির ছেড়ে নিঃসঙ্গ কুমিরের সঙ্গীর ব্যবস্থা করা হোক।

গোপালগঞ্জ থেকে আসা আলী হোসেন, শৈশব থেকেই শুনে এসেছি খানজাহান আলীর মাজার দিঘিতে হাত দিয়ে কুমিরকে খাবার খাওয়ানো যায়। কিন্তু এখন এসে দেখলাম, দিঘিতে কোনো কুমিরের অস্তিত্ব নেই। একটিমাত্র কুমির থাকলেও সেটাকে দেখাই যাচ্ছে না। এভাবে ঐতিহ্য হারিয়ে গেলে মাজার এলাকায় দর্শনার্থীদের আনাগোনা কমে যাবে।

স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম বলেন, আমি ছোটবেলা থেকেই দেখেছি, এখানে আসা মানুষ কুমিরকে দেখার জন্য উন্মুখ হয়ে থাকতো। কিন্তু এখন কুমিরের সংখ্যা নেই বললেই চলে। একটি কুমির থাকলেও সে সঙ্গীর অভাবে লোকালয়ে চলে যাচ্ছে। এটি খুবই দুঃখজনক, পাশাপাশি এলাকাবাসীর জন্য বিপদজনকও বটে। দ্রুত নতুন কুমির ছাড়া উচিত, না হলে আমাদের ঐতিহ্য হারিয়ে যাবে।

মাজারের খাদেম ফকির জামাল হোসেন বলেন, বংশ পরম্পরায় এখানে কুমির ছিল, কিন্তু এখন কেবল একটিমাত্র কুমির দিঘিতে আছে। সঙ্গী না থাকায় সে লোকালয়ে চলে যাচ্ছে। দ্রুত নতুন কুমির ছাড়া না হলে দিঘির ঐতিহ্য হারিয়ে যাবে, দর্শনার্থীরাও হতাশ হচ্ছেন।

গত ২০২৩ সালের ১৯ অক্টোবর দিঘির দক্ষিণ-পশ্চিম কোণে পুরুষ (বড়) কুমিরটির মারা যায়। ২০২১ সালের ১২ জুন এই কুমিরটি বেশ অসুস্থ হয়ে পড়েছিল। তখন সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির ও স্থানীয় খাদেমদের সহায়তায় কুমিরটিকে ওপরে তোলা হয়েছিল। প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে কুমিরটিকে চিকিৎসা দেওয়া হয়েছিল। তারপর থেকে মোটামুটি সুস্থ ছিল পুরুষ কুমিরটি। স্থানীয় ফকিরদের দাবি-কুমিরের একটি চোখ অন্ধ ছিল।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আলোচনায় ১০ টাকার ইফতার

দেশে সাধারণত ইফতার মানেই খেজুর, মুড়ি, ছোলা, পেঁয়াজ...

৭৩ বছরের ঐতিহ্য ধরে রেখেছে বাটার মোড়ের জিলাপি

দীর্ঘ ৭৩ বছর ধরে ইফতারে রাজশাহীর বাটার মোড়ের জিলাপ...

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ২০ মৃত্যু 

যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে টর্নেডো এবং তীব...

পাঁচ জেলায় মৃদু তাপদাহ, বাড়তে পারে গরম

দেশের পাঁচটি জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপদাহ। আবহাও...

ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী ছুটিতে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভয়ে...

তুলাকে শিগগিরই কৃষিপণ্য ঘোষণা করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা 

তুলাকে কৃষিপণ্য ঘোষণা এবং দেশে তুলা উৎপাদন বাড়াতে দুই মাসের মধ্যে কার্যকর পদ...

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানায় ছুটি 

গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কার...

ট্রেনে ঈদযাত্রার ২৭ মার্চের টিকিট: ৩০ মিনিটে সার্ভারে হিট দেড় কোটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছ...

ওআইসিভুক্ত ১৯ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইসি

ইসলামি সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) ১৯ দেশের বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে বৈ...

‘ইনশাল্লাহ আমরা উইন খরমু’

অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে এসে পৌঁছালেন হামজা চৌধুরী। বাংলাদেশ স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা