বগুড়ায় ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তাকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার জয় সরকার (৩০) শেরপুর উপজেলার শ্রীরামপুর পাড়া মহল্লার গনেশ সরকারের ছেলে।
শনিবার র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার শেরপুরের মজনু জুট মিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার ২০২১ সালের একটি ডাকাতি মামলায় তার বিরুদ্ধে তিন বছরের সাজা রয়েছে। তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিলেন। মামলার রায় প্রকাশের পর স্থানীয় আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
আমারবাঙলা/ইউকে