যাবজ্জীবন সাজা ভোগ শেষে আত্ম কর্মসংস্থানের জন্য দুই নারীকে দেয়া হয়েছে দুটি সেলাই মেশিন। সমাজ সেবা অধিদপ্তরের ‘অপরাধী সংশোধন ও পুর্নবাসন সমিতি’র উদ্যোগে জেলা কারাগার প্রাঙ্গণে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরের এই অনুষ্ঠানে নীলফামারী সেনাক্যাম্পের উপ- অধিনায়ক জোবায়ের বিন জহির, জেলা কারাগারের সুপার রফিকুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দীক, প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
জেলা কারাগারের সুপার রফিকুল ইসলাম জানান, হত্যা মামলার আসামী হিসেবে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কুরশিয়া গ্রামের ফজলুর রহমানের স্ত্রী আলেজা খাতুন সাজা ভোগ শেষে গেল বছরের ২১ মে এবং নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেংমারী এলাকার সানারুলের স্ত্রী সাজিনা বেগম সাজা ভোগ শেষে গেল বছরের ১২ নভেম্বর জেল থেকে মুক্ত হন।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, জেল থেকে বের হয়ে তাদের কর্মসংস্থান প্রয়োজন। এজন্য তারা যাতে কিছু উপার্জন করতে পারে এজন্য এই উদ্যোগ নেয়া হয়। এর ফলে আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে দুই নারীর।
আমারবাঙলা/ইউকে