কিশোরগঞ্জের কটিয়াদীতে, উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা এবং ২৬ শে মার্চ স্বাধীনতা ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে ১০ই মার্চ সোমবার কটিয়াদী উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাইদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, কটিয়াদী উপজেলা বিএনপি'র সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা বিএনপি'র যুগ্ন সম্পাদক মাহফুজুর রহমানমিঠু, উপজেলা জামায়াতের আমির মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান সহ উপস্থিত আরো অনেকেই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল খায়ের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবজল হোসেন, উপজেলা প্রকৌশলী অন্তবল সহ কটিয়াদী উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ।
আমারবাঙলা/ইউকে