দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১০ মার্চ) দুপুরে নীলফামারী সরকারী কলেজে ছাত্রদল সরকারী কলেজ শাখার উদ্যোগে এই কর্মসুচি পালন করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম নিশান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস জীবন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান কাজল ও সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ এবং ছাত্রদল কলেজ শাখার যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ সৈকত বক্তব্য দেন।
এতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি।
আমারবাঙলা/ইউকে