নীলফামারীতে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের পাঁচ নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় এই সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
অব্যাহতি পাওয়া পাঁচজনের মধ্যে রয়েছেন সংগঠনের সহ- সভাপতি মোফাখখারুল ইসলাম সংগী, সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফাহমিদ ফয়সাল কমেট, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম মিঠুন ও সড়ক সম্পাদক-১ রাশেদুজ্জামান মিল্টন।
গত ২৫ফেব্রুয়ারী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি আরেফ রব্বানী মানিক। সংগঠন সুত্র জানায়, গেল বছরের ১ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ জানুয়ারী পর্যন্ত সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকায় কারণ দর্শানো নোটিশ দেয়া হলেও তারা নোটিশের জবাব কিংবা কার্যালয়ে উপস্থিত হন নি। যার কারণে সাধারণ সভায় সংগঠনের ১৩ (ড) ধারা মোতাবেক পাঁচজনকে অব্যাহতি দেয়া হয়।
নীলফামারী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আরেফ রব্বানী মানিক জানান, সংগঠনের যথাযথ নিয়ম অনুসারে সাধারণ সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে সাধারণ সম্পাদক হিসেবে সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত রাসেলকে দায়িত্ব দেয়া হয়। প্রসঙ্গত গেল বছরের ২৬ আগষ্ট ১৩ সদস্য বিশিষ্ট নীলফামারী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কমিটি গঠন করা হয়।
আমারবাঙলা/ইউকে