শিবগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর শিবগঞ্জ শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বিকালে পার্টির কার্যালয়ে উপজেলার আমীর সাদিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী আমীর ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. কেরামত আলী।
আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর আব্দুল মান্নান, সেক্রেটারি বাবুল ইসলাম, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, পৌর আমীর আবু বাক্কার, সেক্রেটারি আব্দুল রউফ, ডা. মাহফুজ রায়হান প্রমুখ।
অনুষ্ঠানে প্রিন্ট ও মিডিয়ার অসংখ্য সাংবাদিক উপস্থিত ছিলেন।
আমারবাঙলা/ইউকে