লক্ষ্মীপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাকসুদুর রহমান আকাইদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় মজুচৌধুরীরহাট ও করাতিরহাট সড়কে এই দুর্ঘটনায় আহত হয়েছেন জোবায়ের হোসেন নামে একজন।
নিহত মাকসুদুর রহমান সদর উপজেলার সমসেরাবাদ এলাকার মৃত মাসুদ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে মাকসুদুর রহমান মোটরসাইকেল নিয়ে করাতিরহাটের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি মজুচৌধুরীহাট-করাতিরহাট সড়কে পৌঁছলে দ্রুতগতিতে ছেড়ে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী মাকসুদুর রহমান ও জোবায়ের হোসেন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মাকসুদুর রহমানের। গুরুতর আহত জোবায়েরকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থায়ও আশংকাজনক।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, ‘মাকসুদুর রহমানকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় তাঁর।’
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাসুদুর রহমান নিহত ও জোবায়ের হোসেন নামে আরও একজন গুরুতর আহত হন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ট্রাক্টর চালককে ধরতে অভিযান চলছে।’
আমারবাঙলা/ইউকে