‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২মার্চ) সকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শামসুল আযম উপস্থিত ছিলেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান,“ জেলায় মোট ভোটার রয়েছেন ১৫লাখ ৫০হাজার ৭৭৩জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৭লাখ ৮৬হাজার ৪৪২জন এবং নারী ভোটার রয়েছেন ৭লাখ ৬৪হাজার ৩২৩জন ও হিজরা রয়েছেন ৮জন।”
আমারবাঙলা/ইউকে