বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা শাখার কমিটির আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তামিম গাজী। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এনে পদত্যাগের ঘোষণা দিয়েছে আহ্বায়ক কমিটির এ সদস্য।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তামিম গাজী লেখেন, ‘আমি, তামিম গাজী, কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করছি। কীভাবে বা কোন প্রক্রিয়ার মাধ্যমে আমার নাম এ কমিটিতে যুক্ত হয়েছে, সে সম্পর্কে আমি সম্পূর্ণ অবগত নয়।’
ওই পোস্টে তিনি আরো লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমার সমর্থন ছিল। তবে এটি একটি রাজনৈতিক সংগঠন হওয়ার কারণে আমি এর সঙ্গে কোনোভাবে যুক্ত নই। এ সংগঠনের সঙ্গে আমার কোনো ধরণের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।’
আমারবাঙলা/জিজি