শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকারি তোলারাম কলেজ এবং নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের দুই অধ্যক্ষের বদলির আদেশ বাতিল করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব মো: মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ বাতিল করা হয়।এর ফলে সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ বিমল চন্দ্র দাস এবং সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ আগের পদেই বহাল রইলেন।বদলির আদেশ বাতিলের প্রতিক্রিয়ায় অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন,আমার কলেজের শিক্ষার্থীরা আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছে তা আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি।
গত ১২ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও এস ডি) হিসাবে এই দুই অধ্যক্ষকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বদলির আদেশ দেওয়া হয়। এই আদেশ বাতিলের দাবিতে উল্লেখিত দুই কলেজের শিক্ষার্থীরা ১৬ ফেব্রুয়ারি থেকে ক্লাস বর্জন ও বিক্ষোভ করে বদলির আদেশ বাতিলের দাবি জানিয়ে আসছিল।
আমার বাঙলা/ ইউকে