লক্ষ্মীপুরে নিখোঁজের তিন দিন পর ধানখেত থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. পারভেজ। তিনি সদর উপজেলার শাকচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল্লাহ খোকনের ছেলে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে একই উপজেলার চররুহিতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার থেকে পারভেজ নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরদিন তাঁর ভাই সদর থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন। যে স্থান থেকে পারভেজের লাশ উদ্ধার করা হয়েছে, সেটি তার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ধানখেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির গলা ও মুখে দড়ি প্যাঁচানো ছিল। মাথা ও মুখমণ্ডলে ধারালো অস্ত্রের জখম রয়েছে।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, মো. পারভেজের স্থানীয় জব্বার মাস্টার হাটে মিষ্টান্ন বিক্রির দোকান রয়েছে। গত শুক্রবার রাতে নিজের এ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে বের হন পারভেজ। রাতে বাড়ির সামনে মোটরসাইকেলটি পাওয়া গেলেও তার সন্ধান মিলছিল না। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ বলেন, ধারণা করা হচ্ছে ব্যবসায়িক, পারিবারিক বা জমিসংক্রান্ত বিরোধের জেরে কেউ পারভেজকে হত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আমারবাঙলা/জিজি