সংগৃহীত
সারাদেশ

শেরপুরে গরুচোর সন্দেহে পিটুনিতে নিহত ২

শেরপুরের নকলা উপজেলায় গরুচোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নকলা পৌরসভার দক্ষিণ নকলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো চারজন আহত হয়েছেন।

নিহত দুজন ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মুসলিম উদ্দিন (৪৫) ও আমির হোসেন (৩০)। আর আহত চারজন হলেন একই এলাকার আজিজুর রহমান (১৯), রাজু মিয়া (২৫), আয়নাল হক (৩৪) ও একই উপজেলার সন্ধ্যাকুড়া এলাকার মো. সাদ্দাম (৩০)। তাদের গুরুতর আহতাবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ১১টার দিকে পৌরসভার দক্ষিণ নকলা এলাকার শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে ছয় ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাদের দাঁড়িয়ে থাকতে দেখে গরুচোর বলে চিৎকার শুরু করেন স্থানীয় লোকজন। পরে এলাকার শতাধিক লোক জড়ো হয়ে গরুচোর সন্দেহে তাদের পিটুনি দেন। এতে ওই ছয় ব্যক্তি গুরুতর আহত হন। সংবাদ পেয়ে নকলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুসলিম উদ্দিন মারা যান। আমির হোসেন মারা যান ময়মনসিংহ মেডি্যিাল কলেজ হাসপাতালে।

রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পিটুনিতে দুজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ নিহত দুই ব্যক্তির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ এক মাসের জন্য...

সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী আর নেই

সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহ...

সুদানে সংঘাতে নিহত ৬৫

উত্তর আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ সংঘাতে কমপক্ষে ৬৫...

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

হামলা চালিয়ে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া পাবনা...

ফের প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলিং অ্যাকশন

প্রায় নয় বছর পর আবার প্রশ্নবিদ্ধ আরাফাত সানির বোলি...

আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আওয়ামী লীগ, আওয়া...

১৫ বছর পর সিনেমায় নাঈম

নাটকের অভিনেতা এফ এস নাঈম। সিনেমায়ও অভিনয় করেছেন। তবে ১৫ বছর আগে। ২০১০ সালে &...

সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরটা ভালো যায়নি জাতীয় ক্রিকেট দলের মেয়েদের। ওয়ানডে...

আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে আটক ২

যশোরের কেশবপুরে লিফলেট বিতরণে সময় আওয়ামী লীগ ও তার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন...

ঝালকাঠিতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা