রাজবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দার মোঃ লিটনের ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ অনিক(২১), জৌকুড়া গ্রামের মৃত খবির উদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ আব্দুল খালেক বিশ্বাস (৫২), সজ্জনকান্দার মৃত আফজাল হোসেনের ছেলে মোঃ রফিক(৪৫), মোঃ মোকছেদের ছেলে মোঃ আলমগীর (৪৫), খাঁ পাড়ার মৃত আইয়ুব আলী মেম্বারের ছেলে মোঃ সাঈদ খান (৫০), মোঃ শাহিন খান(৪৫), আহলাদীপুর গোয়ালন্দ মোড়ের আঃ খালেক সরকারের ছেলে মোঃ রাজন সরকার (২৩), রামকান্তপুর গ্রামের মোঃ ফরিদ শেখের ছেলে মোঃ হৃদয় শেখ, জালদিয়া গ্রামের মোঃ ছালাম সেকের ছেলে মোঃ জাকির হোসেন সেক ও নুরপুর নতুন মাঠপাড়ার মোঃ আজিজ শেখের ছেলে মোঃ আতিয়ার রহমান।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, রবিবার সকাল থেকে থানার এসআই মোঃ মিজানুর রহমান, এসআই মোস্তাফিজুর রহমান, এসআই সৈারভ কুন্ডু, এসআই সাব্বির হোসেন, এসআই পাবেল মোল্যা, এএসআই মোঃ ফরিদ মিয়া ফোর্সসহ রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত আসামীদেরকে রবিবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
আমার বাঙলা/ এসএ