রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও কল্যাণপুর বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকি ও সরবরাহ চেইন পর্যালোচনার জন্য জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত এক অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) পরিচালিত এ অভিযানে বিশেষ টাস্কফোর্স কমিটি ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করে।
গোয়ালন্দ মোড়ে মেসার্স মহিউদ্দিন ট্রেডার্সে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫,০০০ টাকা ও কল্যাণপুর বাজারে মেসার্স আরোগ্য নিকেতনে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৪,০০০ টাকা জরিমানা করা হয়।
এই অভিযানে রাজবাড়ী জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য পরিদর্শক, পুলিশ বিভাগের প্রতিনিধি এবং স্থানীয় ব্যবসায়ী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
বাজার তদারকির সময় ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, প্রতিদিন তা হালনাগাদ রাখা, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ পণ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।