প্রতিনিধি
সারাদেশ

বানিজ্যিক ভাবে আঙ্গুর - ক্যাপসিকাম চাষ করে আলোড়ন সৃষ্টি করছে এক তরুণ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় প্রথম বারের মত বানিজ্যিক ভাবে আঙ্গুর চাষ করে সফল হয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা সুমন দাশ। ভারতের মহারাষ্ট্র এলাকার ব্লাক জাম্বু, সুপার মোনাকা, মানিকচমন ও বিএমডি জাতের আঙ্গুর চাষ করেছেন।


আগামী অক্টবর মাস থেকে আঙ্গুর বিক্রি করতে পারবেন বলে আশা করছেন এই কৃষি উদ্যোক্তা।


এদিকে সাথে সাথী ফসল হিসেবে আঙ্গুরের সঙ্গে সাড়ে আট হাজার ক্যাপসিকাম চাষ করেছেন। ইতিমধ্যে ক্যাপসিকাম বাজারজাত করা শুরু করেছে। এক‘দুদিন অন্তর ৪০০ থেকে ৪৫০ কেজি পর্যন্ত ক্যাপসিকাম বিক্রি করছেন।

তালা উপজেলার বারাত মির্জাপুর গ্রামের কৃষি উদ্যোক্তা সুমন দাশ জানান, স্বাস্থ্য বিভাগে চাকরীর পাশাপাশি কৃষি নিয়ে কাছ করার ইচ্ছে অনেকদিনের। তবে তার চিন্তা ছিলো লাভজনক ফসল হিসেবে কি করা যায়?


এরপর গত বছরের জুলাই মাসে ভারতের মহারাষ্ট্র থেকে সংগ্রহ করে নিয়ে আসেন চার প্রকার ৪৫০ আঙ্গুরের চারা। এসব আঙ্গুরের চারার মধ্যে রয়েছে ব্লাকজাম্বু, সুপারমোনাকা, মানিকচমন ও বিএমডি। দুই বিঘা পরিমান জমিতে এই আঙ্গুর চারা রোপন করে সঙ্গে দিয়েছেন সাথি ফসল হিসেবে সাড়ে আট হাজার সিনজেন্টা ইন্দিরা গোল্ড জাতের ক্যাপসিকাম চারা ।

তিনি বলেন, গত এক মাস যাবত ক্যাপসিকাম বিক্রি করা শুরু করেছেন। এক দুই দিন পর পর ৪০০ থেকে ৪৫০ কেজি পর্যন্ত উত্তোলন করছেন। বাজারে প্রতি মন ৪ হাজার ৮০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দাম পাওয়া যাচ্ছে। তিনি বলেন, দুই বিঘা জমিতে ক্যাপসিকাম চাষ করতে এ পর্যন্ত তিন থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ হয়েছে। গাছে যে পরিমান ফলন দেখা যাচ্ছে এতে করে ১৫ থেকে ১৬ টন ক্যাপসিকাম চাষ উৎপাদন হতে পারে। তবে এখন বাজারে দামটা ভালো পাওয়া যাচ্ছে। কিন্ত কিছুদিন গেলে দাম কমে আসবে। তবে গড়ে প্রতি টন ৭০ হাজার টাকা দাম পাওয়া গেলেও অন্তত ১০ লাখ টাকা ক্যাপসিকাম বিক্রি হবে বলে আশা করছেন। তিনি বলেন, মাত্র ৫ থেকে সাড়ে ৫ মাসের এই ফসলটি উৎপাদন করে ৭ টাকার উপরে লাভ হবে বলে আশা করছেন তিনি।

এছাড়া আগামী অক্টেম্বর মাস থেকে আঙ্গুর বিক্রি করতে পারবেন বলে জানান তিনি। সাড়ে চার‘শ আঙ্গুর চারা ভারত থেকে নিয়ে এসেছে রোপনসহ অন্যান্য বাবদ এপর্যন্ত ৯ লাখ টাকার উপরে খরচ হয়েছে বলে জানান সুমন দাশ। তবে বছরে দুই মৌসুমে আঙ্গুর বিক্রি করা যায়। এরমধ্যে ফেব্রুয়ারী ও অক্টোম্বর। তিনি বলেন, প্রথম বারে ৫০০ থেকে ৫৫০ কেজি আঙ্গুর উৎপাদন হতে পারে বলে ধারনা করছেন। এরপর থেকে প্রত্যেক মৌসুমে উৎপাদন বাড়তে থাকবে। তিনি বলেন, একাধারে ২০ বছর পর্যন্ত ফলন দিতে পারে আঙ্গুর গাছে। প্রাপ্ত বয়স্ক একেকটি আঙ্গুর গাছ ৩০ থেকে ৪০ কেজি পর্যন্ত ফলন দেয় বছরে।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, কৃষক সুমন দাশ আঙ্গুর ও ক্যাপসিকাম চাষ করে বেশ সফল হয়েছেন। ইতিমধ্যে তিনি ক্যাপসিকাম উত্তোলন করে বিক্রি শুরু করেছেন। পাশাপাশি আঙ্গুর গাছগুলোও ভালো বেড়েছে। আগামী ৭/৮ মাস পর তার আঙ্গুরও বিক্রি করতে পারবেন বলে ধারনা করা হচ্ছে। এব্যাপারে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকেও তাকে নানা ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বানিজ্যিক ভাবে আঙ্গুর চাষ এই প্রথম তালা উপজেলার বারাত গ্রামে শুরু করেছেন কৃষক সুমন দাশ। তিনি সফল হলে সাতক্ষীরার কৃষিতে নতুন সম্ভবনা তৈরী হবে আঙ্গুর চাষে। তার দেখাদেখি অনেকেই চিন্তা ভাবনা করছেন আঙ্গুর চাষে। তবে সাতক্ষীরাতে আরো দুই তিন বছর আগে থেকে কিছু কিছু এলাকাতে বানিজ্যিক ভাবে ক্যাপসিকাম চাষ হচ্ছে। তিনি বলেন, চলতি মৌসুমে জেলায় ১৫ বিঘা পরিমান জমিতে ক্যাপসিকাম চাষ হয়েছে। তবে ফসলটি বেশ লাভজনক ।

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট সাতক্ষীরা বিনেরপোতাস্থ কার্যালয়ের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিমুল মন্ডল জানান, বেলে দোআশ বা লালজাতীয় মাটিতে আঙ্গুর চাষ সম্ভব। তবে মাটির পিএইচ থাকতে হবে কম মাথায়। সেক্ষেত্রে ৪ এর কাছাকাছি হলে ভালো হয়। তবে প্রথম বাবের মত বানিজ্যিক ভাবে আঙ্গুর চাষ করে সফল হলে অব্যশই সাতক্ষীরার জন্য কৃষিতে নতুন সম্ভবনা বয়ে আনবে।
আমারবাঙলা/ এনআই

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মানবপাচার প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহে মানবপাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের কমিউন...

টেকনাফের পাহাড়ে বন্য হাতির মৃত্যু

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে আবারো একটি বন্য হাতির...

রাজবাড়ীতে উদীচীর সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ীতে “ আমরাতো লড়ছি সমতার মন্ত্রে, থামবো...

রাজবাড়ীতে আড়াই কোটি টাকার ফুটওভার ব্রিজের ব্যবহার নেই

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর বাজারে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়...

শুধু গ্রামাঞ্চলেই নয়, শহরেও কুমড়া বড়ির চাহিদা অনেক

শীতকালীন সুস্বাদু কুমড়ার বড়ি তৈরির উৎসবে মেতেছেন গ...

কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপু মনি

কাঠগড়ায় দাড়িয়ে পাঁচ মিনিট ধরে চিঠি লিখলেন সাবেক মন্ত্রী দীপুমনি। আজ সোমবার আদ...

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের সাথে জেলা পর্যায়ে কর্মরত প্র...

পদ্মার ৪২ কেজির বাঘাইড় ৭৬ হাজার টাকায় বিক্রি 

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ৪২ কেজি ওজনের বিশাল ৭৫ হাজার ৬০০ টাকা...

রাজবাড়ীতে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও কল্যাণপুর বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ...

মেডিকেলে ভর্তিতে কোটা বাতিলের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ 

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ ও সমাব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা