১২ জানুয়ারি ২০২৫, ঝিনাইদহ: সিও সংস্থার আয়োজনে উদ্যোক্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ষষ্টি চন্দ্র রায়, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ। তিনি অনুষ্ঠানটির উদ্বোধন করেন এবং উদ্যোক্তাদের প্রতি প্রশংসা জ্ঞাপন করেন।
সমাপনী বক্তব্যে জনাব মোঃ আবদুল কাদের, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ঝিনাইদহ বলেন, "এ ধরনের আয়োজন উদ্যোক্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সমাজে তাদের ভূমিকা আরো শক্তিশালী করবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ নূর-এ-নবী, উপজেলা কৃষি অফিসার ঝিনাইদহ, জনাব মোঃ জাহিদ হোসেন, উপজেলা কৃষি অফিসার কোটচাঁদপুর, জনাব ইয়াসমিন সুলতানা, উপজেলা কৃষি অফিসার মহেশপুর, জনাব আরিফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার শৈলকুপা, এবং জনাব শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা কৃষি অফিসার হরিণাকুণ্ডু, ঝিনাইদহ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব মোঃ সামছুল আলম, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সিও। তিনি উদ্যোক্তাদের মধ্যে নতুন উদ্যোম এবং উৎসাহ তৈরির জন্য এই ধরনের সম্মাননা প্রদান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
এ ধরনের আয়োজন উদ্যোক্তাদের উৎসাহিত করতে সহায়তা করবে এবং তাদের ব্যবসায়িক মনোভাব আরও উজ্জীবিত করবে বলে মন্তব্য করেন উপস্থিত ব্যক্তিরা।
আমার বাঙলা/ ইউকে